আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
বৃক্ষ রোপন করার পর যত্ন না নেয়ার দরুন অনেক বৃক্ষই মারা পড়ে, আমাদের স্বাধিনতার সেই বৃক্ষটি ৭ই মার্চের স্বাধিনতার ঘোষনার পর থেকে ২৫ শে মার্চ পর্যন্ত একই অবস্থায় ছিল (অবশ্যই অবদান অস্বীকার যোগ্য নয়, যা ছিল ভিত্তি)। আবার কেবল গাছের যত্ন নিয়ে পুষ্ট করে বড় করলেই গাছের মালিক হওয়া যায় না (নিশ্চয় অবদান অস্বীকার যোগ্য নয়, যা ছিল কর্ম সম্পাদন) কিন্তু সেই বৃক্ষটি ২৫শে মার্চের স্বাধিনতা ঘোষনার পর থেকে মুক্তি লাভ পর্যন্ত অবশ্য অনেক লম্বা পথ, কার্যক্রম পূর্বের চেয়ে জটিল যদিও) কিন্তু ভিত্তি প্রস্থরকে স্বীকার করতেই হবে যা ৮ই জানুয়ারী মাওলানা ভাসানী, ৭ই মার্চ শেখ মুজিবর রহমান এবং কর্মদক্ষতা ও সাহসীকতার বিজয়কেও স্বীকার করতেই হবে যা, মেজর জিয়াউর রহমান থেকে সেই নাম না জানা মুক্তিযোদ্ধা (যে কালের খাতায় নিজের পরিচয় লিখে যেতে পারেনি), তাদের সবার।
আমি বুঝি না বাঙ্গালী দলীয় সম্প্রদায় স্বাধিনতা নিয়ে যত লাফায় তত তারা নিজেরা উপলব্ধি করে কিনা, করলে চুরি-দখল-হত্যার-দূর্নীতির-বিদেশ পাড়ির রাজনীতি করত না। করলে মন্দ-ভাল-মন্দ-কালো-সাদা-নীল-হলুদ ইত্যাদি গোত্র গড়ে তুলত না। শিক্ষাক্ষেত্র ক্ষেত্র থেকে সচিবালয়, উৎপাদন নীতি থেকে বন্টননীতি চিকিৎসা থেকে কবরের মাটি পর্যন্ত চুরির রাজত্ব কায়েম তারা দেশের জন্য মরণ ডেকে আনত না।
আমি বুঝি না বাঙ্গালী দলীয় স¤প্রদায় স্বাধিনতা নিজেদের বাপের সম্পত্তি মনে করে কেন?, কিন্তু তারা কি জানে না স্বাধিনতা কারও বাপের নয়, এটা অর্জন নাম না জানা সেই সব বাপের, মায়ের, বোনের, অগনিত মাটি চাপা লাশের, রুদ্ধ হওয়া সেই সব শ্বাসের, আর পথ চেয়ে মাটি আকড়ানো সেই সব রক্তঝরা আশের যারা দেশকে ভালবেসে ছিল, কোন নেতা বা দলকে নয়, যারা দেশের জন্য জীবন দিয়েছিল কারও প্ররোচনা কিংবা ডায়লগবাজিতে নয়, যারা জীবন দিয়েছিল স্বইচছায় কারও অনুদান কিংবা কোন লোভে নয়, কোন দখল কিংবা ভোগে নয়, তারা জীবন দিয়েছিল একটি ফুলকে বাঁচাতে, একুটি দুলের ইজ্জত বাঁচাতে, একটি মায়ের আচঁল-সম্মান রর্ক্ষাথে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।