আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধিনতার মাসে কেন বিব্রত ওরা?

আমি ভালো মানুষ চাই। জগতটা ভাল হোক সেটা আমি চাই। পৃথিবীর সবক`টি মানুষ ভাল হয়ে যাক তা আমি চাই।

প্রিয় দেশবাসী! আসসালামু আলাইকুম! পত্রিকান্তরে খবরে প্রকাশ জামাতীরা নাকি বিজয়ের মাসে নির্বাচন চায়নি। ওরা না চাওয়ার কারণও রয়েছে ঢের।

ওরা তো স্বাধীনতা চায়নি। নির্বাচন চাবে কী ভাবে? ওরা জানে এ মাসে নির্বাচন হলে দেশবাসী রাজাকার বলে ওদেরতে ঠেঙ্গানী দিবার পারে। তাই ওরা চায়নি। তবে সবচে সুখের কথা হল, আমরা যারা বাঙ্গালী বা বাংলাদেশী সবাই একটি বিষয় বুঝতে পেরেছে যে, স্বাধীনতা আন্দোলন ছিল বাংলার আপামর জনতার চাওয়া ও পরম পাওয়া। কিন্তু স্বাধীনতার পর পেরিয়ে গেছে প্রায়৩৭ বছর।

এরই মাঝে দীর্ঘ দিন ক্ষমতা রাজাকার ও তার দোসরদের দখলে থাকার কারণে সত্যিকার ইতিহাস আজ আমাদের নব প্রজন্মের অজ্ঞাত। আমাদের বুঝতে হবে যে, সেদিন সকল বাংলাদেশী বা বাঙ্গালীই কিন্তু রাজাকার ছিল না বা তাদের চামচা ছিল না। মুষ্টিমেয় কতিপয় লোকই ছিল পাকিস্থানী হানাদারদের দালাল। কিন্তু কেন আজ সকল দাঁড়ি টুপি ওয়ালাদের দেখলেই তথাকথিত মুক্তিযোদ্ধাদের গা রি রি করে ওঠে? তবে কি তারাই দেশটা স্বাধীন করেছিল? যদি সত্যিকার ইতিহাস জানতে চাও তবে শাকের হুসাইন শিবলী কৃত ‍"আলিম মুক্তি যোদ্ধার খোঁজে" বইটি পড়ার জন্য আমি সকলকে বলব। প্রিয় ব্লগার! রাজাকার বিরোধী এই সচেতনতার জন্য অবশ্যই ধন্যবাদ পাবার উপযোক্ত সকলে।

তবে সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে। জানাতে হবে আমাদের আগামী প্রজন্মকে। আজ এখানেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।