আমাদের কথা খুঁজে নিন

   

মজার জোকস ........................... ১৫+

তুমি থাকো দুরে তবু এই হৃদয়ের অন্তপুরে ১। মেয়ে - আম্মু ছোট খালা মনে হয় মানুষ না! মা - মানুষ না মানে ! মেয়ে - না আম্মু আমি নিজ কানে শুনেছি-----------? মা - কি শুনেছিস? মেয়ে - আব্বু না খালার নাকে হাত দিয়ে বলছে তুমি একটা পরি। ২। শিক্ষক - বলতো বাচ্চু, ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে এখানে গাছ কোন পদ? বাচ্চু - বিপদ স্যার। শিক্ষক - দুর বোকা তোর মাথায় শুধু গোবর আর গোবর ।

আচ্ছা আবছার তুই বলতো ধান কোথায় ভালো জন্মে? আবছার - বাচ্চুর মাথায় স্যার। ৩। শিক্ষক :- আচ্ছা বলতো, তাজমহল কোথায় অবস্থিত? ছাত্র :- জানি না স্যার। শিক্ষক :- তাহলে বেঞ্চের উপর দাড়া। ছাত্র :- বেঞ্চের উপর দাড়ালে কি তাজমহল দেখতে পাবো স্যার।

৪। ডাক্তার - যে প্রেসক্রিপশনটা লিখে দিয়েছিলাম তা ঠিকমতো ফলো করছেন তো ? রোগী - ওই প্রেসক্রিপশনটা ফলো করলে নির্ঘাত মারা যেতাম । ডাক্তার - মানে ? রোগী - ঔ প্রেসক্রিপশনটা ছাদ থেকে পড়ে গিয়েছিল যে.............. ৫। এক মাতাল ব্রিজের উপর দিয়ে যাবার সময় নিচে পানিতে চাঁদের প্রতিবিম্ব দেখে থমকে দঁড়ায়- মাতাল - এই যে ভাই, নিচে ওটা কি? পথচারী - ক্যান চাঁদ। মাতাল - কি ?----- আমি এতো উপড়ে কি করে উঠলাম ???? ৬।

বিচারক - তুমি নিরীহ লোকটার গায়ে হাত তুলেছ কেন? আসামি - আল্লাহর কসম, হাত তুলিনি স্যার , আমি কেবল কয়েকটা লাথি মেরেছি। ৭। তিন বন্ধু মজা করে নিজেদের নাম বদলিয়ে রেখেছে যথাক্রমে Sombody, Nobody ও Mad এদের মধ্যে ছিল অধিক ঘনিষ্টতা। একদিন Sombody ক্ষুদ্ধ হয়ে Nobody কে খুন করলো। Mad তখন থানায় গেলো।

Mad - স্যার Sombody Kills Nobody. দারোগা - হোয়াইট? Mad - Sombody Kills Nobody. দারোগা :- হু আর ইউ? Mad - আই এ্যাম Mad স্যার। দারোগা - গেট আউট। ৮। খদ্দের - এই সব রান্না কি খাওয়া যায়? ওয়ক থু: !! যাও তোমার ম্যানেজারকে ডেকে নিয়ে আস। ওয়েটার - ইয়ে স্যার মানে-------উনি তো পাশের হোটেলে খেতে গেছেন।

৯। অশিক্ষিত মা ও বিলেত ফেরত ছেলে : মা - অনেকদিন পর দেশে এলি। মুরগির কলিজাটা খা। ছেলে - Thank you. মা - ঠ্যাং (পা) খাবি বাবা দিচ্ছি, এই নে। ছেলে- Thank you. মা - বাকিটাও খাবি বাবা, নে খা।

ছেলে - Thank you gv. মা - আরে বাপ, এক মুরগির কয়াট ঠ্যাং থাকে? ১০। সন্ধায় দুই মাতাল নেশা করে ঢাকা রোড দিয়ে বাড়ী ফিরছে (একজন একটু বেশি আর একজন একটু কম নেশা করেছে) কম নেশাখোর - দোস্ত রাস্তার এক ধারে আয় পিছন থেকে একটা ট্রাক আসছে। বেশি নেশাখোর - আরে দোস্ত ট্রাক এলে কি হবে? কম নেশাখোর - কি হবে মানে! ট্রাকটি আমাদের উপর দিয়ে যাবে। বেশি নেশাখোর - আরে রাখ দোস্ত কত এ্যরোপ্লেন (বিমান) আমার মাথার উপর দিয়ে গেল আর এ সামান্য ট্রাক আমাদের উপর দিয়ে গেলে কি হবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.