সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
মোঃ ফাহিম-উর-নূর সৌরিন । আমার প্রিয় ভাতিজা । আজ সৌরিনের ৭তম শুভ জন্ম দিন । খুবই দুরন্ত প্রকৃতির সৌরিন ছাত্র হিসেবেও মেধাবি । ঢাকা কলেজিয়েট স্কুলে প্রথম শ্রেনীর ছাত্র ও ।
বিদেশ থেকে কেউ ফোন করলে তার সাথে ইংরেজীতে কথা বলবে । ওর মতে বিদেশে থাকলে ইংরেজি না জানলে কিভাবে চলাফেরা করে !! বিদেশ গেলে নাকি বাংলা বলা যায় না । টিভিতে বিদেশীদের বাংলা বলতে দেখেনি । তাই বিদেশের ফোন পেলেই ইংরেজি বলতে চায় ।
ওর জন্মের কিছুদিন আগেথেকেই আমি প্রবাসি আজ ও আমি দুচোখে দেখিনি সৌরিনের মূখ ।
আমার ফোন পেলেই প্রতি দিন বলবে,'' আগামি দিন যদি আমাদের বাসায় বেড়াতে না আসেন তবে আপনার সাথে আর কথ বলবনা'' ।
সৌরিনের জন্য সবার দোয়া ও শুভেচ্ছা কামনা করছি ।
ছবিটি এক সময় আমার ব্লগ ছবি হিসেবে ছিল । তখন অনেকেই জানতে চাইতেন ছবিটি কার । আজ জেনে নিন ছবিটি আমার প্রিয় ভাতিজা সৌরিনের ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।