প্রিয় দেশ বাসী ও বন্ধুগন
********************
রাজনৈতিক নীতি নির্ধারকদের ভুল সিদ্ধান্তের গেঁড়াকলে দেশ
এখন সামাজিক , সাংক্রিতিক , ও আর্থিক চরম সংকটে নিমজ্জিত ।
সরকার চায় বিরুধিদের দমন নিড়িপন করে ক্ষমতায় অধিষ্ঠিত
থাকতে , আর বিরুধি দল গুলু চায় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে
নির্বাচন , দাবি না মানা পর্যন্ত তারা নির্বাচন মুখি হবেনা ।
বাম দলগুলু সুযোগে সদ্যব্যাবহার করে উভয় দল কেই তাদের
নিজস্ব নীতিতে অবস্থান নেওয়ার জন্য চাপ প্রয়োগ অব্যহত ।
গণজাগরণ একটি পথ নাটক ।
ওরা চায় নিঃস্বার্থ দাবিতে দেশ ও গনমানুসের অধিকার নিশ্চিত করা স্বাধীনতার মুক্ত আহবানে , সেখানেও আজ নানা মুখি রাজনৈতিক ভাবাদর্শে ও চিন্তা চেতনার বার বার বাধা ।
সামরিক শাসনের পথ বন্ধ অনেক আগে থেকেই ।
তাহলে এহেন সার্বিক সহিংসতা থেকে দেশ কে মুক্ত করার মুল
চালিকা শক্তি কারা ?
এরশাদ সাহেব বলেন দেশ আজ ইরাক , আফগান পরিস্থিতি রুপ নিচ্ছে এখনই সার্বিক পদক্ষেপ না নিলে দেশ ও জাতীর ভুত ভবিষ্যৎ
খুবই অন্ধকার ।
তাই দেশের সুশীল সমাজের প্রত্যক রাজনৈতিক মহলের প্রধান
দের নিকট আমার আহ্বান ।
আসুন দেশ ও জাতীর মুক্ত চিন্তায়
আমরা এক্যবদ্ধ হই আলোচনার টেবিলে
আর চাইনা রক্ত ঝরা সহিংসতা
আর চাইনা আবারও ভুলের দায়ে পদদলিত হোক স্বপ্নের স্বাধীনতা ।
শুভেচ্ছা জ্ঞাপন ও দেশ সেবার অঙ্গিকারে
মহাপরিচালক
বাংলাদেশ সাহিত্য সংসদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।