আমাদের কথা খুঁজে নিন

   

চড়ুইভাতির কথা নিয়ে আরেক টুকরো

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বাস হতে ভুমিতে পদগুলো সব স্পর্শ করার পর দৃষ্টিতে সহজাতভাবেই ধরা দিল যে রাজবাড়ী যে বাড়ীটির আশপাশ দর্শনে মনগুলোতে শুরু হলো উচ্ছাসের বলিহারী সেটার বর্তমান পরিচিতি মুড়াপাড়া কলেজ প্রাচীন ঐতিহ্যে ভরা সেই সৌন্দর্যের বহিপার্শে শহুরে ঢঙের ভিলেজ... বিশাল পুকুর পাড়ে সবুজ সবুজ মাঠ, একপাশে পলেষ্তার খসা মন্দির খাসা ওপাশে রাস্তাবধি আমাবাগানের তলে তলে নিকুঞ্জ মায়ায় নিবিরতা নিরালায় ঠাসা। কলেজ বিল্ডিয়ের বি¯তৃতি অবাক কার মতই ...গুপ্ত গুপ্ত কুঠীর যত ভাবনা কে নিয়ে যায় চলে বহুদূর কোন অতীতকালে যে কালে এই কারুকার্যময় চারু দালানে হেঁটে বেড়াত জমিদারী চালে জমিদার বিজয় ব্যানার্জী , খেলা করত নকশা কাটা মেঝেতে এবং উঠোনে জমিদারের ছেলে আশুতোষ কিংবা জগদীষ আর নাচ গান হতো পার্বনে আমরা চড়ূই ভাতির দল সেই ঐতিহ্য মায়ায় দলে দলে বিচ্ছিন্ন হতে সময় লাগলো না সবুজ ঘাসে হেঁটে হেঁটে সেই অতীতের ছায়াগুলোর বুকে অদৃশ্য স্পর্শ করতে করতে যে যার মতো ঘুরে ফিরে দেখে নিচ্ছে , সে অবধি কেই বা আর কজানাকে চিনছে। নানান পদের নানা মাপের মানুষগুলো ব্লগসূতোয় এইতো এল কাছাকাছি পরিচয়গুলো হয়েই গেলো সময় যখন পৌঁছে গেলো দিবসেরই মাঝামাঝি। পরিচয় পর্ব টুকরো টুকরো হতে হতে বিশাল পরিসরেও হলো সাথে সাথে সিংগারা আর কাপে কাপে চাও এলো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।