আমাদের কথা খুঁজে নিন

   

চড়ুইভাতির কথা নিয়ে শেষ টুকরো

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

সিংগারা আর চা তো গলধকরণ হয়েই গেলো... রৌদ্র মধ্যআকাশে তার ভারকেন্দ্র স্থাপন করেই ফেললো... গোল বেঠকে কবিতা পাঠ কৌতুক যেমন হলো , তেমন হলো ব্লগে আসার সূত্র সমূহ বচন এবং কাহিনী... সারিয়া মেডামের প্ররোচনায় সকলে কাগজের পর কাগজ মোড়ানো প্যাকেট ছেড়াছেড়ি খেলায় হলো উল্লোসিত... এরই মাঝে কখন যে সকলের পেটবাবাজী হলো ক্ষুধায় চরম পর্যবসিত , টেরই পাওয়া যায়নি প্রথমে অনেকে অধ্যক্ষ সাহেবের ঘরে সোফায় চিটপটাং শরমে বলাই হয়নি অধ্যক্ষ্যের ঘরে টানানো অয়োময়ের সেই হাতে টানা বড় পাখাটির কথা খিদে বাড়ছিল , খাবার আসেনি তখনও , বাড়ছিল অনেকেরই রিয়েল মাথা ব্যাথা, আমারও... অনেক নারীর সুন্দর চোখগুলো খিদেয় যেন মায়া টায়াও হারালো... তারপর দেরী হয়নি ..এসেছিল সেই আরাধ্য আহার খাবার সবই প্রতুল এবং অতুলনীয়, কেবল সমস্যা বেরাহানীতেই তাহার... অতি ভোজনে যা হয়..তাহা হইলো...কম্মসাবার..দুব্বল যেন, মন চায় শয়ন খিদেয় ম্রিয়মান চোখ গুলো এখন আবার সতেজ বক্র মৃগ নয়ন... রাত বাড়িতেছে এ প্রহরে..সংপ্তিকরণ প্রয়োজন..শেষ বেলা মাঠে বসে হলো লটারি আর চকলেট লেবুর আয়োজন লটারি লটারি ..কত গুলান ছিল যে পুরষ্কার.. হাযরে কপাল , সে আর নতুন কি আবিষ্কার... তবে বোধহয় ভালোই হলো লোটা টোটা বহন করা লাগলোনা বিদায় বেলা মনে কিন্তু কষ্টবোধের বালাই ছিলনা.. এইতো এভাবেই হয়ে গেলো চড়ুই ভাত হীন (খাসি পোলাও) চড়ুইভাতি আনন্দ আর মিলন মেলাই বড় অতি তবুও দুর্জন করবে কত কত ঘাঁটাঘাটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।