ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত থাকুন .....
আজ ২৪শে ফেব্রুয়ারী ২০০৮
আজই কি সেই মহান বাকশাল দিবস? যে দিন আওয়ামি পিতা মজিবুর রহমান কয়েক মিনিটের ব্যবধানে সংসদে একটি বিল পাশের মধ্য দিয়ে মহান বাকছাল কায়েম করেছিলেন।
আজই কি বাংলাদেশে বাকছাল ব্যতিত সব রাজনৈতিক দল ব্যান করা হয়েছিল? আজই কি দেশের সব সংবাদ পত্র নিষদ্ব করে গৃহপালিত দ্বিপদীয় জন্তু জানোয়ারদে দিয়ে চারটি পত্রিকা পরিচালনা করা হয়েছিল আওয়ামি পিতার স্তুতি গাওয়ার জন্য? আজই কি একটি বিলের মাধ্যমে মানুষের বাকস্বাধিনতা হরন করা হয়েছিল আর বিভিন্ন প্রাইভেট বাহিনী কে বিরুদ্ববাদিদের নির্বিচার হত্যার লাইসেন্স দেয়া হয়েছিল??
যাদের স্তুতির জোরে তাদের মরা বাপটাও স্বপ্ন দেখতো এক সময়, আজ কোথায় তারা ? কোথায় তাদের বংশবদ বুদ্বিজীবি, সাংবাদিক, কলামিস্ট, চ্যালা চামুন্ড়ারা?
বাপের কাজের স্বিকৃতি স্বরুপ একটা দিবস তো পালন করা চাই !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।