আমাদের কথা খুঁজে নিন

   

তুমি বরুণা হলে হব আমি সুনিল



তুমি বরুণা হলে হব আমি সুনিল তুমি আকাশ হলে হব শংখ চিল তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল তুমি পাহাড় হলে হব আমি সবুজ তুমি শাসন করলে হব আমি অবুঝ তুমি অরণ্য হও হব পাখি তুমি অশ্রু হও হয়ে যাব আঁখি তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম তুমি নকশী কথা হলে হব কারো হেম তুমি রাএি হলে হব নীরবতা তুমি দুঃখ পেলে হব তারি ব্যাথা তুমি প্রকৃতি হও হব তারি ছবি তুমি কবিতা হলে হব তার কবি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।