সোমবার গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৬০ কিলোমিটার উত্তরপশ্চিমের সান মার্টিন জিলোতেপেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার কারণে বাঁকে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বাসটি রাস্তা থেকে প্রায় ২শ’ মিটার (৬৬০ ফুট) নিচে পড়ে যায়। জায়গাটি একটি পাহাড়ি নদীর শুকনো তলদেশ, তবে পাশেই নদীর ক্ষীণ ধারা বহমান।
স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র মারিও ক্রুজ জানিয়েছেন, ৫৪ জন ধারণ ক্ষমতার বাসটিতে প্রায় ৯০ জন যাত্রী ছিল।
উদ্ধারকারীরা জানিয়েছেন, অনেক উঁচু থেকে পড়ায় বাসটি বিধ্বস্ত হয়ে গেছে।
বাসটি ছিমালটেনানগো থেকে সান মার্টিন জিলোতেপেক যাচ্ছিল বলে জানিয়েছে বিবিসি। এ সময় আবহাওয়া শুকনো ও প্রায় রোদেলা ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
দূর্ঘটনাস্থলেই ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দমকল কর্মী সার্জিও ভ্যাসকুয়েজ। এদের মধ্যে ছয়টি শিশু ও ১২ জন নারী।
হাসপাতালে নেয়ার পর আরো পাঁচজন মারা যান বলে জানিয়েছেন তিনি।
এ্রই দূর্ঘটনার জন্য তিন দিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করেছে গুয়াতেমালা সরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।