আমাদের কথা খুঁজে নিন

   

জুনায়েদের সেঞ্চুরি, বিসিবি একাদশ ২৬৩/৫

প্রবাস থেকে - জীবন যখন যেরকম!!

বিসিবি একাদশ- দক্ষিণ আফ্রিকা @ ফতুল্লা স্টেডিয়াম- ২য় দিন সফররত দক্ষিণ আফ্রিকা দল ২২ তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে একমাত্র তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সাকিব আল-হাসানের বিসিবি একাদশের সাথে। এইমাত্র ২য় দিনের খেলা শেষ হলো। প্রথমে ব্যাট করতে নেমে হাশিম আমলা ও মার্ক বাউচারের সেঞ্চুরির সৌজন্যে অল আউট হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা দল করেছে ৩৯৭ রান। বিসিবি একাদশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা ও এনামুল জুনিয়র। সৈয়দ রাসেলের শিকার দুই উইকেট।

জবাবে বিসিবি একাদশ জুনায়েদ সিদ্দিকীর দারুন সেঞ্চুরিতে ভর করে ২৬৩/৫। মাখায়া এনটিনিকে রিটার্ন ক্যাচ দেয়া জুনায়েদের ১৬৮ বলে ১০৩ রানের দারুণ ইনিংসটা গড়ে উঠেছে ১৫টা বাউন্ডারিতে। স্বাগতিকদের আউট হওয়া অন্য চার ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস (৩১), রাজিন সালেহ (৭), নাজিমউদ্দিন (২২) ও আফতাব আহমেদ (৪৫)। এনটিনি ও মরকেল নিয়েছেন দুটি করে উইকেট। রকিবুল ১৩ এবং সাকিব ২০ রান নিয়ে ব্যাট করছে।

অভিনন্দন জুনায়েদকে। বোঝাই যাচ্ছে অনেক বড় কোনো অঘটন না ঘটলে তিন দিনের এই ম্যাচের ড্র ছাড়া আর কোনো গতি নাই। আশা করছি বিসিবি একাদশ কাল পুরাদিন ব্যাট করবে। এই টিমের এখনও না আউট হওয়া ব্যটাসম্যানদের মধ্যে সাকিব এবং মুশফিকের টেস্ট খেলা নিশ্চিত। বড় রান পেলে খুব ভাল হ্য় দলের জন্য।

৩য় দিন আপডেট- দক্ষিণ আফ্রিকা- বিসিবি একাদশের তিন দিনের ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচের শেষ দিনে লাঞ্চ পর্যন্ত স্কোর ছিল ৭ উইকেটে ৩৭৭। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান আর রকিবুল হাসান আউট হয়ে গেছেন। অধিনায়ক সাকিব করেছেন ৭৩ রান (৬৮ বল) আর রকিবুল ৪৪(১৩৭ বল)। শেষ পর্যন্ত বিসিবি একাদশ ৯ উইকেটে ৪১২ রান তুলে ডিক্লেয়ার করেছে।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রান তুলেছে বিনা উইকেটে ৪৭। এরপর ফলাফল হবার আর কোনো সম্ভাবনা নাই দেখে দুই অধিনায়কের সম্মতিতে খেলা সমাপ্ত ঘোষণা করা হ্য়। মোট কথা টেস্ট সিরিজের আগে ভাল একটা প্রস্তুতি হয়ে গেল উভয় ডলের জন্য- বিসিবি একাদশের প্রথম ইনিংসে করা ৪১২ রান বাংলাদেশ জাতীয় দলকে অনেক সাহস যোগাবে তাতে কোন সন্দেহ নাই। ক্রিকিনফো স্কোরকার্ড

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।