নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ
ইংল্যান্ডের লগে জিতচি হের লাইগা খুশি, ম্যালা খুশি। তয় খুশির ঠ্যালায় এমুন বেহুঁশ হইনাই যে এইডা ভুইলা যামু আমরা আসলে হারা ম্যাচটা জিতচি। শফিউলের কাম বোলিং করা, একদিন যেমনি ব্যাট চালাইচে তেমনিই লাগচে, এইডারে কয় আন্দাজে মারা যা ম্যাক্সিমাম দিনই কামে লাগবোনা, আমরা সেইডা এক্সপেক্টও করিনা। মাগার ব্যাটসম্যানগুলি কুন্ বাল ফালাইত্যাচে। আরু স্পেসিফিকালি কইলে রকিবাল আর জোনায়েদ হারামজাদা।
হ তুমরা বেবাকতেই জানো এই চুতমারানী দুইডারে আমি সহ্য করবার পারিন্যা। গত ৪ডা ম্যাচে জুনায়েদ যেমুন স্টাইলে আউট হইচে অইডার জন্যেই অরে লাত্থি দেউন উচিত কইলজা বরাবর। শাহরিয়ার নাফিস টিমে আচে, তাও হেরে খ্যালান হইতেচেনা। আজব চিন্তা-ভাবনা। আরেকখান চ্যাটের বাল আচে রকিবাল।
ফুটওয়ার্ক নাই,বলের মুভমেন্ট বুজেনা, যে জন্যে দ্যাহা যায় ১৫বলে ৩-৪করচে, আর মানুষ ভাবে ধইরা খ্যালে। এইডারে ধইরা খ্যালা কয়না, বাংলাদেশ টিমে ধইরা খ্যালার পিলিয়ার সাকিব,মুশফিক, আর রিয়াদ। স্ট্রোক খেললেই ধইরা খ্যালা যায়না এই কতা ক্যারা কইচে? রকিবাল জেনুইনলি একখান আবালচোদা ব্যাটসম্যান। এই ২ডারে বাদ দিয়া নাফিস আর আশ্রাফুলরে নেউন উচিৎ কাইলকার ম্যাচে। হ আশ্রাফুল এমুন কিচু খ্যালে নাই, মাগার রকিবালের চে অহনো ও হাজার গুণ ভালা খ্যালে, অন্তত বল নষ্ট না কইরা আগেভাগে আউট তো হইবার পারবো।
টিমে তো আর ব্যাটসম্যান নাই। আশ্রাফুলরে না লইবার চাইলে শুভ নাইলে নাজমুলরে নিক, তবু রকিবাল না; এইডার চে গেন্ডারিয়ার আবুল ফকিরও অনেক ভালা খেলবার পারবো। বাল একটা। তয় এইসব চিল্লাইতো লাভ নাই, কারণ হইল মহান চুতমারানি সিডন্স কাইলক্যাও এই আবাল দুইডারে খ্যালাইবো। ফিলিং স্যরি ফর নাফীস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।