আমাদের কথা খুঁজে নিন

   

গল্প বলা (সুকুমার রায়)

“এক যে রাজা” – “থাম না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা।“ “তার যে মাতুল” – “মাতুল কিসে? সবাই জানে সে তার পিসে।“ “তার ছিল এক ছাগল ছানা” – “ছাগলের কি গজায় ডানা’ – “একদিন তার ছাতের ‘পরে” – “ছাত কোথা হে টিনের ঘরে?” “বাগানের এক উড়ে মালী” – “মালী নয়ত? মেহের আলি –“ “মনের সাধে গাইছে বেহাগ” – ‘বেহাগ তো নয়? বসন্ত রাগ” “থোও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি” – “আচ্ছা বল চুপ করেছি।“ “এমন সময় বিছ্না ছেড়ে, হঠাৎ মামা আসল তেড়ে, ধরল সে তার ঝুঁটির গোড়া –“ “কোথায় ঝুঁটি? টাক যে ভরা।“ “হোক না টেকো তোর তাতে কি? লক্ষীছাড়া মুখ্যু ঢেঁকি! ধরব ঠেসে টুঁটির ‘পরে, পিটব তোমার মুন্ডু ধরে- কথার উপর কেবল কথা, এখন বাপু পালাও কোথা?”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.