"সবুজ নিকুন্জে গোছা গোছা কত
গোলাপ ছিল যে ফুটে
পেরি উইংকেল মেলে দিল আজ ডানা
বসন্তে আসে ফুলেরা জেগেছে
মানা আর শুনিবে না"
ফুল ফুটু আর নাইবা ফুটুক- আজ বসন্ত, ফাল্গুনের প্রথম দিন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ফুল ফোঁটার ঋতু, কোকিল ডাকার ঋতু, দখিণা হাওয়ার ঋতু এই বসন্ত। একই সাথে আমাদের এই দেশ বসন্ত সংগ্রামের মাস হিসাবেও স্মরণীয়, এই ফাল্গুনেই এ দেশের সূর্য সন্তানেরা নিজের বুকে রক্ত ঢেলে নিজের মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল।
ষঢ়ঋতুর বৈচিত্র্যধন্য আমাদের এই দেশে বসন্ত সব সময়ই স্বজনশীল ব্যক্তিদের প্রভাবিত করেছে সৃষ্টিকর্মে।
শীত শেষের রুক্ষপ্রকৃতিকে বসন্তের সাথে সাথেই জেগে ওঠে সবুজ আভা। কচি কিশলয় আর ফুলের মেলায় জেগে ওঠে বৃক্ষলতা। মনীষী জন পল রিচার্ড ভলেছেন, "বসন্তকাল একমাএ মানুষ ব্যতীত সব জিনিসকেই যৌবনদান করে"। বসন্ত কি মানুষের মনেও প্রভাব ফেলে না? দেহের যৌবন না পালেও মানুষের মনোজগতে বসন্ত অবশ্যই প্রভাব ফেলে। বসন্ত আসে প্রকৃতিতে, বসন্ত আসে মানুষের মনে, তা না হলে এত কথা, এত গান, এত কবিতা, এত প্রেম- সবই ব্যর্থ হয়ে যেত।
বসন্তের এই আগমনলগ্নে সুখী হোক, সুন্দর হোক প্রতিটি মানুষের জীবন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।