সিম্পল প্লান, সিম্পল লাইফ। খুব ইচ্ছা হচ্ছিলো লেখার শিরোনামে ধর্ষণ শব্দটির চলিত রূপ ব্যাবহার করব। কিন্তু মডুদের ভয়ে করতে পারলাম না। তাহলে আমার মডারেশন স্ট্যাটাস সেফ থেকে জেনারেল হওয়ার সমুহ সম্ভাবনা আছে।
এয়ারটেলকে কেন ধর্ষণ করতে ইচ্ছা হচ্ছে টা এখন বলি।
ভাই আমি একজন মধ্যবিত্ত ইন্টারনেট ইউজার। বাংলার সিংহ বা কিউবির মতো হাই স্পিড ইন্টারনেট ইউজ করার সামর্থ্য নেই। টাই গত প্রায় ১০ মাস ধরে ১ জিবি পার মান্থ ইন্টারনেট ইউস করি। প্রথম দিকে জিপি ইউজ করতাম। কয়েক মাস আগে হটাৎ করে জিপি এর ডাউনলোড স্পিড ২০-২৫ কেবি থেকে ১০-১২ তে নেমে এলে আমিও জিপি ছেড়ে এয়ারটেল এর ১ জিবি ইন্টারনেট ব্যাবহার শুরু করি।
এয়ারটেল এর ১ জিবি ইউস করে দুই টা সুবিধা পাচ্ছিলাম। ১. এয়ারটেল এ ১৫-২০ কেবিপিএস ডাউনলোড স্পিড আর মাসিক ৩০ টাকা সাস্রয়।
কিন্তু গত মাসের প্যাকেজে এয়ারটেল আমার সাথে যা করল টা এক কথায় অবিশ্বাস্য। আমার এই প্যাকেজের শেষ দিন ছিল ২৫ আগস্ট দিবাগত রাত ১২ টা। সেদিন আমার আর প্রায় ৪০ এমবি ছিল।
কিন্তু এয়াআরটেল আচমকা ২৫ তারিখ রাত ১২ টায় আমার ৪০ এমবি হাপিস অরে দেয়। কিন্তু আমাকে কোনো মেসেজ ও দেয় নি। উপরন্তু আমার একাউন্টের ২৬ টাকাও হাওয়া করে দেয়। অথচ এই এয়ারটেল এ গত কয়েক মাস আমার নেট প্যাকেজ শেষ হওয়ার ২-৩ আগে মেসেজ দিয়ে টা জানিয়ে দিত।
ঘটনা এখনো।
আমি কোন অপারেটরের এমন নিয়ম শুনি নি যে রাত ১২ থেকে ২ টা পর্যন্ত নেট প্যাকেজ পারচেস করা যায় না। কিন্তু চোর এয়ারটেল এ এই সিস্টেম আছে।
ঘটনা এখানেই শেষ না।
২৫ তারিখ রাত ১২ টা পর্যন্ত এয়ারটেল ৩০০ টাকা বা টার বেশি রিছারজের উপর ৫০% ব্বোনাস অফার দেয়। রাত ১১ টায় যখন বোনাস এর আশায় ৩০০ টাকা রিচারজ করতে গেলাম তখন দেখা গেলো যেকোনো এয়ারটেল নাম্বারে ১০ টাকা ২০ তাক ৫০ টাকা রিচারজ হলেও ৩০০ টাকা রিচারজ কোন নাম্বারে হচ্ছে না।
কিন্তু রাত ১ টার পর ঠিক ই আমার মোবাইলে ৩০০ তাক রিচারজ হয়ে গেলো। কিন্তু শালার ভাই রা আমাকে ১ পয়সাও বোনাস দিলো না।
ঘটনা এখানে শেষ হয়ে গেলেও কথা ছিল। গত রাত ২ঃ১৫ তে এয়ারটেল এ p6 লিখে 5000 এ পাঠালাম। শালা এয়ারটেল আমাকে রিপ্লাই দিল "you can not purshase any package bitween 12 a.m. to 2 a.m. please try after 2 a.m. "
এরপর রাত ২ঃ৩৩ এও এক ই রিপ্লাই পেলাম তাদের কাছ থেকে।
এই সময়ে ২ টি মেসেজ এর জন্য আমার একাউন্ট থেকে এয়ারটেল কেটে নেয় আরো ৪.৬০ টাকা। অথচ সবার কাছে যে জিপি ডাকাত হিসেবে পরিচিত সেই জিপি ও ইন্টারনেট প্যাকেজ এর জন্য মেসেজ করলে মেসেজ বাবদ একটা টাকা ও কাটে না।
আপ্নারাই বলেন এতো ইত্রামি করার পর এয়ারটেলকে ধর্ষণের ইচ্ছা পোষণ করা কি দোষের কিছু? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।