mahbub-sumon.com
মায়ের সাথে কথা হচ্ছিলো সেদিন।
মা বলছিলেন " তোমার সেই পোস্টারটির কথা মনে আছে ? সেই অসামান্য পোস্টার; বাংলার হিন্দু/ বাংলার খৃস্টান/ বাংলার বৌদ্ধ/বাংলার মুসলমান/আমরা সবাই বাঙালী । "
পোস্টারটি ঢাকার বাসায় আমার রুমে টাঙানো ছিলো।
আমি নিরাসক্ত ভঙিতে বল্লাম " হুঁ "।
আম্মু বল্লেন " পোস্টারটির নকশাকার দেবদাস চক্রবর্তী আর নেই"
তথাধিক নিরাসক্ত স্বরে বল্লাম " হুঁ , আজকের পত্রিকায় পড়লাম।
"
আজ কাল বড়ই নিরাসক্ত ও নিরোত্তাপ ভংগিতে কথা বলি । অবাক হবার ক্ষমতাটাই হাড়িয়ে যাচ্ছে।
সবাই একে একে চলে যাচ্ছেন। কে গল্প শোনাবেন আমাদের? কে সেই গৌরবজ্বল দিনগুলোর কথা শোনাবেন?
ইতিহাস যে আজ নতুন করে লেখা হচ্ছে। সবই আজ নষ্টের অধিকারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।