শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ নিয়ে অনেকবার চলচ্চিত্র নির্মিত হয়েছে। নতুন করে আবার নির্মিত হচ্ছে অমর এই প্রেমকাহিনি। তবে একটু ভিন্নভাবে। গল্পটুকুর সারমর্ম নিয়ে বর্তমান প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে দেবদাস-পার্বতী আখ্যান।
আর এ যুগের দেবদাস-পার্বতী হয়েছেন নিশো-তিশা।
এরই মধ্যে তাঁরা শুটিংয়ে অংশ নিয়েছেন।
দেবদাস চরিত্রে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘দেবদাসের মতো অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। ’
পার্বতী চরিত্রের অভিনেত্রী তিশা বলেন, ‘নাটকের কনসেপ্টটি একেবারেই অন্যরকম। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নাটকটি নির্মিত হচ্ছে। এমন সুন্দর একটি নাটকে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।
আশা করছি, নাটকটি দর্শকরা পছন্দ করবেন। ’
‘নীল রঙের গল্প’ ধারাবাহিকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এনটিভিতে এর প্রচার শুরু হবে ২২ আগস্ট। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।