আমাদের কথা খুঁজে নিন

   

বইমেলাঃ আজ বিকেলে আরও একটি মোড়ক উন্মোচন

সযতনে খেয়ালী!

পরিচিত ব্লগারদের অনেকেরই বই ইতোমধ্যে মেলায় চলে এসেছে। শুধু খারাপ লাগে গর্ব করার মতো অন্তত একটা বই আমরা মিস করলাম এ যাত্রায়। তবে আজকে বিকেলে মোড়ক উন্মোচন হচ্ছে আরও একটি বইয়ের। প্রথাগত বেষ্টনী থেকে বের হবার চেষ্টায় Monga Caravan অবমুক্ত হচ্ছে আজ, বিকেল চারটায়, বইমেলায় বিডিনিউজ টুয়েন্টি ফোর-এর স্টলে। বইটি মেলায় পাওয়া যাবে জনান্তিকের স্টলে।

Monga Caravan নিয়ে আমি আগাম কিছুই বলছিনা, সেই দুঃসাহসেও যাচ্ছিনা আপাততঃ। শুধু জানিয়ে রাখি বইটার ফ্ল্যাপে উল্লেখিত বাক্যসম্ভারই যথেষ্ট বইটি সম্বন্ধে একটা ছোটখাটো আইডিয়া দেয়ার ব্যাপারে। 'তীর্যক রচনা'র রচয়িতা মাসকাওয়াথ আহসান তাঁর প্রথম ইংরেজী বইটিতে যে জিনিষের প্রতি খেয়াল রেখেছেন তা হলো পাঠকের সুবোধ্যতা। বাংলাভাষী নভেলিস্টদের মাঝে ইংরেজী বাক্য ব্যবহারে যে দুর্বোধ্যতার সণ্ণিবেশ ঘটানোর প্রবণতা লক্ষ্য করা যায়, বোধকরি সেই দোষ থেকে মুক্ত Monga Caravan। আমি ইংরেজীতে মোটামুটি স্ব-অক্ষর জ্ঞান সম্পন্ন হয়েও বইটির যে কয়টা গল্প পড়ার সুযোগ পেয়েছি, তার প্রতিটা লাইন অনুসরণে মোটেও অসুবিধে হয়নি।

অসুবিধে হয়নি বুঝতেও। গল্পগুলো পড়ার সময় এটি দেব কিংবা জয়-এর পকেট সংস্করণ ও কাছে রাখার প্রয়োজন পড়েনি। ইংরেজী উপন্যাস তো হওয়া উচিত এরকমই। পাঠক বান্ধব। দাঁত ভাঙা ইংরেজী বাক্যের সমাহারে নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।