আমাদের কথা খুঁজে নিন

   

যুবলীগ নেতার বাড়ীতে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

শিল্পাঞ্চল আশুলিয়ার বগাবাড়ী এলাকার যুবলীগ নেতা মনসুর আলমের বাগান বাড়ীতে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ সকালে  তাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ। নিহতের নাম ফারজানা আক্তার (২০)। সে দিনাজপুর জেলার বিরামপুর থানার চপড়া গ্রামের উত্তম হোসেনের স্ত্রী হলেও বর্তমানে সে এলাকায় যুবলীগ নেতা মনসুরের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত ছিল।  
 
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

 
এলাকাবাসীরা জানান, ফারজানা বছর খানেক আগে আশুলিয়ার বগাবাড়ী বাজারে মনসুর আলমের মার্কেটে একটি দোকান নিয়ে বিউটি পালর্ারের কাজ করতেন। এসময় সে তার স্বামীকে নিয়ে পার্শ্ববর্তী এলাকাতেই ভাড়া থাকতেন। কিন্তু কিছুদিন না যেতেই মার্কেট মালিক যুবলীগ নেতা মনসুরের চোখ পড়ে ফারজানার উপর। এর কিছুদিন পর মনসুর ওই মেয়েটির স্বামীকে মারধর করে তাড়িয়ে দেয় এবং মেয়েটিকে তার   বাগানবাড়ীতে রেখে অবৈধ সম্পর্কের পাশাপাশি বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করে তুলে। আর এই কাজের নেতৃত্ব দিতেন মনসুর আলমের সেকেন্ড ইন কমান্ড রাজু মাষ্টার ও সোহরাব।

 
সম্প্রতী ওই যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী মনসুরকে ইয়াবাসহ গ্রপ্তোর করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঘটনার পর মনসুর আলমের স্ত্রী ও আত্বীয়-স্বজনরা ফারজানাকে মেরে তারিয়ে দেয়। কারন তার স্বজন ও এলাকাবাসীরা সককেলই জানেন ফারজানাকে মনসুর বিয়ে করেছে। কিন্তু এক সপ্তাহ আগে মনসুর জামিনে বেড় হয়ে আবারও ওই মেয়েকে তার বাগান বাড়ীতে নিয়ে আসে। এসময় মেয়েটি তার অধিকার নিয়ে প্রশ্ন তুললে মনসুরের সাথে তার ঝগড়া হয়।

তাই এলাকাবাসীদের অভিযোগ মেয়েটি মনসুরের অবৈধ সম্পর্কের স্বীকৃতি চাওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কিন্তু হত্যাকারী কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.