আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম সংক্রান্ত কিছু উর্দু শের ও তার অর্থ

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

১. বাল বিখারকে টুটা কবরপে যাব কোই মেহজাবিন রোতি হ্যায় মুঝকো আফসর খায়াল আতা হ্যায় মৌত কিৎনি হাসিঁ হোতি হ্যায় অর্থ: এলোচুলে ভাঙা কবরের পাশে বসে যখন কোন সুন্দরী কাঁদে, আমার তখন মনে হয় মৃত্যুও কত সুন্দর হয়!! ২. আভি কামসিন হো, কাহি খো দোগি দিল মেরা তুমহারি লিয়ে হি রাখ্যা হ্যায়, লে লেনা জাঁওয়া হো কার অর্থ: এখনো তুমি ছোট, এখনই আমার হৃদয় দিলে তা কোথাও হারিয়ে ফেলবে। তোমার জন্যই রেখেছি, নবযৌবনা হলে এসে নিয়ে যেও। ৩. উনকি আতি হ্যায় মেরে পেয়ার পার গুস্যা মুঝকো গুস্যে পে পেয়ার আতা হ্যায়। অর্থ: আমার ভালবাসা দেখে ওর রাগ হয়। ওর রাগ দেখে আমার ভালোবাসা জাগে! ৪. তেরা মিলনা, তেরা নেহি মিলনা, অর জান্নাত হ্যায় কেয়া, জাহান্নাম হ্যায় কেয়া? অর্থ: স্বর্গ - নরকের সংজ্ঞা আমি জানতাম না।

হে প্রেয়সী, এখন জানি, তোমার সাথে মিলনই হল স্বর্গ আর তোমার সংগে বিচ্ছেদই হল নরক। ৫. তুম না আওগে তো মরনেকি সও তদবিরে মওৎ কুছ তুমতো নেহি হো কি বুলা ভি না সাকু অর্থ: তুমি না এলে মরনকে একশ ভাবে ডাকতে পারি। মৃত্যু তো তোমার মত কঠিন হৃদয় না যে ডাকলেও সে আসবেনা! ৬. কেয়া মজা দেতি হ্যায় বিজলীকা চমক মুঝকো রিয়াজ, মুঝসে লিপটে হ্যায়, মেরে নামসে ডরনেওয়ালী। অর্থ: বিদ্যুতের চমক আমার মন আনন্দে ভরিয়ে দেয়। কারণ যে প্রিয়া আমার নাম শুনে ভয়পায়, সে বিদ্যুতের চমকানোতে ভয় পেয়ে আমার বুক জড়িয়ে আছে।

সংগৃহীত/ মন্তব্য কী?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।