আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছুই বড় বেশি প্রাণহীন (উৎসর্গঃ অমি পিয়াল দম্পতির কন্যাকে, যে আজই পৃথিবীতে এলো)

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

সবকিছু বড় বেশি প্রাণহীন। ঘুম থেকে জেগে উঠা, চলাফেরা, ঘুড়ে বেড়ানো এদিক ওদিক, নাগরিক পুনরাবৃত্তির চক্রে ঘুরপাক। রাস্তায় বিকট দানব, হাইড্রোলিক শব্দের চাবুক; এতটুকুও স্বস্তি নেই। হাসি হাসি মুখগুলো ছাড়িয়ে সারিবদ্ধ মৃত চোখেদের পাশ কাটিয়ে যাওয়া নিত্যদিন। ধুলো জমা পুরোনো কবিতার খাতা যেন প্রাচীন প্যাপিরাসের বুকে লেখা অভিশাপনামা –নিজেই লিখে রাখা নিজস্ব নিয়তি’র নির্দেশনা । প্রাণহীন আড্ডায় পুরোনো স্মৃতির জাবরকাটা বিষাদের অতলান্তে ডুব ডুব খেলা। দিনের চক্র শেষে ঘরে ফেরা একই কায়দায়, একই ভঙ্গিতে নিজস্ব কবরের আঁধারে গুটিশুটি মেরে ঘুম – মৃতের মতো; মৃতের শহরে আলোকিত আঁধারে আবারো জেগে উঠা প্রতিদিন... সবকিছুই বড় বেশি প্রাণহীন! ছবি সূত্রঃ নোয়াখালী ৫ ফেব্রুয়ারি ২০০৮

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.