আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছুই কেমন অগোছালো হয়ে গিয়েছে.

ঘুমিয়ে পড়ার আগে......

টেবিলের উপর বই গুলো অগোছাল ভাবে পড়ে আছে অনেদিন হয়.বুক সেলফ টা অগোছাল.ধুলা জমে গিয়েছে বই গুলোর উপর.অনেক দিন পরিষ্কার করা হয় না. আমার বিছানা টাও থাকে সবসময় অগোছালো.কখন ঘুমাতে যাব আর কখন ঘুম থেকে উঠব তাও অগোছাল.অনেক কাজ জমে গিয়েছে.সব অগোছাল ভাবে পরে আছে.কবে করতে পরব তাও জানিনা.আমার চিন্তা গুলোও অগোছাল হয়ে যাচ্ছে.সব চিন্তা মাঝখানে এস ভেঙ্গে পরছে. স্বপ্ন গুলোও কেন জানি অগোছাল হয়ে যাচ্ছে.আমার দিন গুলো,সময় গুলো সব অগোছাল ভাবে কেটে যাচ্ছে.ব্লগে লিখব চিন্তা করছিলাম ,কিন্তু লিখা গুলোও অগোছাল হয়ে যাচ্ছে.এখন ব্লগ টাকেও অগোছাল মনে হচ্ছে. এই লিখা টাও অগোছাল.আসলে আমি নিজেই অগোছাল.মেঘ গুলোও কেন জানি অগোছাল ভাবে উড়ে চলেছে. সবাই কি আর গোছাল হয় নাকি.আমি না হয় অগোছালই থাকি.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.