আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনেতাদের চাপ এড়াতে প্রধানমন্ত্রী ‘পালিয়ে বেড়াচ্ছেন’

জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বনেতাদের চাপ এড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের আসন্ন অধিবেশনে যোগ না দিয়ে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
আজ মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর বিএনপির এক সমাবেশে নেতারা এই অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে কেন যাবেন না, জানি। জাতিসংঘের মহাসচিব যদি জিজ্ঞাসা করেন, “নির্বাচন নিয়ে একগুঁয়েমি কেন?” শেখ হাসিনার কোনো জবাব থাকবে না।

প্রধানমন্ত্রী জাতিসংঘে গেলে আমেরিকা যদি জিজ্ঞাসা করে, “নির্বাচনে সব দল অংশ নেবে কি না?” কোনো জবাব থাকবে না। ’ যুক্তরাষ্ট্র, জাতিসংঘ থেকে পালানোর জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এখন জাতিসংঘে যাওয়ার পথ বন্ধ হয়েছে, আরও একগুঁয়েমি করলে জনগণের কাছে যাওয়ার পথও বন্ধ হয়ে যাবে।
সভাপতির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। কারণ জাতিসংঘে গেলে বিশ্বের নেতারা নির্বাচন নিয়ে চাপ দিতে পারেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।