আমাদের কথা খুঁজে নিন

   

শুধু আমাদের রাজনৈতিক নেতারা অশিক্ষিত নয় দেখে নিন পড়াশুনা শেষ না করা বিশ্বনেতাদের

Walter Nash (1882 – 1968) জন্মসুত্রে ব্রিটিশ Walter Nash ছিলেন নিউজিল্যান্ডের অর্থনৈতিক মেরুদন্ড সোজা করার রুপকার জনপ্রিয় অর্থ মন্ত্রী এবং পরে ১৯৫৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লেবার পার্টির দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়া এই জনপ্রিয় নেতা পড়াশুনার ব্যাপারে ছিলেন খুবই দুর্বল। স্কুলের গন্ডি পার হতে পারেন নি তিনি। তাই জীবনের প্রথম চাকরী নেন একজন আইনজীবীর ক্লার্ক পদে তারপর এক ফ্যাক্টরিতে। বিয়ের পরে দেন ডিপার্মেন্টাল স্টোর।

কিন্তু পারিবারিক সমস্যা আর ব্যবসায়ী মন্দার কারনে ১৯০৯ সালের মাঝামাঝি পাড়ি জমান নিউজিল্যান্ড। চাকরী নেন একটা টেইলার্সে,সাথে যোগ দেন "Christian Socialist" হিসেবে নানা কর্মকাণ্ডে। জড়িয়ে পড়েন রাজনীতিতে কিন্তু কখনও হয়ে ওঠেনি পড়াশুনার কোন ব্যাপারে কিছুই করার। Woodrow Wilson (1856 – 1924) আমেরিকার ২৮ তম প্রেসিডেন্ট হল Woodrow Wilson,তিনি ১৯০২ সালে Princeton এর প্রেসিডেন্ট এবং ১৯১৩ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার সময়েই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

রাজনৈতিক ভাবে সফল Woodrow Wilson পড়াশুনায় ছিলেন ব্যার্থ্য,প্রথম বছর শেষ করার সাথে সাথেই তাকে Davidson College in North Carolina থেকে বহিস্কার করা হয় শারীরিক সমস্যার কারনে। ফিরে আসেন Princeton,জড়িয়ে পড়েন রাজনীতিতে যার শেষ নামে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত যেয়ে কিন্তু পড়াশুনার শেষ তার নামানো হয়নি। Paul Keating (1944 –) অস্ট্রেলিয়ার ২৪ তম প্রধান মন্ত্রী হলেন Paul Keating , বৈপ্লবিক চিন্তা চেতনা এবং রোমান ক্যাথলিক মনোভাবের এই নেতা ১৯৯৩ সালের নির্বাচনে অবিশ্বাস্য ভাবে জিতে হন প্রধানমন্ত্রী। কিন্তু তার প্রথম জীবন ছিল খুবই কষ্টের,মাত্র ১৫ বছর বয়সেই কলেজ থেকে বের হয়ে আসেন পড়াশুনা শেষ না করেই,যোগ দেন ক্লার্ক এর চাকরিতে, কিছুদিন পর যোগ দেন একটা রক ব্যান্ডে। তারপর হটাত জড়িয়ে পড়েন লেবার পার্টি এবং ট্রেড ইউনিয়নের সাথে ,পড়াশুনায় ব্যারথ হলেও সফল হন রাজনিতিতে,নানা চড়াই উত্রাই পার হয়ে দেশের প্রধান মন্ত্রির পদটাও জয় করে নেন।

John Major (1943 –) ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা Conservative পার্টির নেতা হলেন John Major যিনি ১৬ বছর বয়সেই স্কুল ছেড়ে দেন আর কোনদিন পড়াশুনার ব্যাপারে আগ্রহ দেখান নি। Ho Chi Minh (1890 – 1969) কমিউনিস্ট আন্দোলনের অগ্রপথিক Ho Chi Minh ছিলেন ১৯৪৫-১৯৫৫ সাল পর্যন্ত ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং ১৯৬৯ সাল পর্যন্ত উত্তর ভিয়েতনামের প্রেসিডেন্ট। Ho Chi Minh ছিলেন ভিয়েতনামের স্বাধীনতার পখখে এবং ভিয়েতনামের স্বার্থে আন্তর্জাতিক বিশ্বে জোরাল কণ্ঠ। টাইম ম্যাগাজিনের জরিপে বিশ শতকের অন্যতম influential people হিসেবে নাম থাকলেও পড়াশুনায় বেশী দূর যেতে পারেন নি। National Academy থেকে গ্রাজুয়েশনের আগেই Minh নিজ দেশের প্রতি French colonial influence এর বিপক্ষে আন্দোলনে শরীক হয়ে পড়াশুনা ছেড়ে দেন এই প্রভাবশালী নেতা।

Lyndon B. Johnson (1908 – 1973) Lyndon B. Johnson বা LBJ হলেন ৪ জনের মধ্যে ১জন যারা রাজনীতির প্রধান পদ গুলাই পেয়েছেন আর তা হল American electoral federal divisions as Representative, Senator, Vice President and President,রাজনৈতিক ভাবে চরম সফল এই ব্যাক্তি ১৫ বছর বয়সেই স্কুল ছেড়ে দেন। অনেক দিন পরে যোগ দিয়েছিলেন Southwest Texas State Teachers College at San Marcos কিন্তু সেখান থেকেও বের হয়ে আসেন এক বছর পর। Adolf Hitler (1889 – 1945) Adolf Hitler এক নামে যার পরিচিত আছে সারা দুনিয়ায়,খ্যাতি,কুখ্যাতি,যশ সব পাওয়া এই নেতা স্কুল পাশ করতে পারেন নি। Joseph Stalin (1878 – 1953) সোভিয়েত ইউনিয়নের অসংবাদিত নেতা Joseph Stalin ১৯২২ থেকে প্রেসিডেন্ট ছিলেন ১৯৫৩ সাল পর্যন্ত। আলোচিত এই নেতা স্কুল থেকে চলে আসেন ১৮৯৯ সালে।

John F. Kennedy (1917–1963) আমেরিকার অন্যতম আলোচিত প্রেসিডেন্ট হলেন John F. Kennedy যিনি ১৯৩৫ সালে স্কুল ত্যাগ করেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.