আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাস বিকৃত হয়না। বিকৃত হয় মন।



ইতিহাস বিকৃত হয়না। বিকৃত হয় মন। দেখার বা অনুভূতির বিকৃতি বর্ণনা বা বিবরণের বিকৃতি সাধন করে। উপলব্দি বা শোনার বিকৃতি উপস্থাপন বা বিশ্বাসের বিকৃতি সাধন করে। আসলে ইতিহাস বিকৃত হয়না।

বিকৃত হয় মন। সাধনা বা উপাসনার বিকৃতি অর্জন বা পুরস্কারের বিকৃতি সাধন করে। গতি বা ধীরতার বিকৃতি অবস্থান বা আপেক্ষিকতার বিকৃতি সাধন করে। তাই ইতিহাস বিকৃত হয়না। বিকৃত হয় মন।

আগ্রহ বা ইচ্ছার বিকৃতি প্রাপ্তি বা অপ্রাপ্তির বিকৃতি সাধন করে। অবহেলা বা উপেক্ষার বিকৃতি দুঃখ এবং কান্নার বিকৃতি সাধন করে। প্রকৃতপক্ষে ইতিহাস বিকৃত হয়না। বিকৃত হয় মন। সুখ এবং সমৃদ্ধির বিকৃতি শান্তি এবং শ্রান্তির বিকৃতি সাধন করে।

নিয়ত এবং আকাঙ্খার বিকৃতি নিয়তি এবং ফলাফলে বিকৃতি সাধন করে। সর্বদাই ইতিহাস বিকৃত হয়না। বিকৃত হয় মন। যুদ্ধ এবং যোদ্ধার বিকৃতি আবাস এবং সভ্যতার বিকৃতি সাধন করে। মানব এবং মানবীর বিকৃতি অধিকার ও মানবাধিকারের বিকৃতি সাধন করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.