জয় বাংলা
এত দীর্ঘ্য সময় আর কোন নতুন ব্লগার কে অপেক্ষা করতে হয়নি প্রথম পাতায় পোষ্ট প্রকাশ তথা অপর ব্লগারদের পোষ্টের বিপরীতে বক্তব্য/মন্তব্য করার অধিকার পেতে। যাই হোক আমি আসতাম, বোবার মতো আপনাদের পোষ্ট (আজাইরা, গজাইয়া, আস্তিক/নাস্তিক, ভাল-মন্দ, এমনকি রাজাকারীয় -সব) পড়তাম, মাঝে সাঝে +/- বাটনে চাপ দিতাম আর নিজের ব্লগের সীমিত গন্ডির মধ্যে বক বক করতাম। সেই সব বকবকানি থেকে একটি...সচেতনতা কাম্য আপনাদের পর্যালোচনার জন্য বিনীতভাবে নিবেদন করলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।