সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
হায়রে সা.ইন। আর কত খেলা যে দেখবো!! কয়দিন আগে স্বাধীনতাপন্থী বেশ কিছু ব্লগারকে ব্যান করে ক্ষমা চাইতে বলা হলো রাজাকারদের পোস্টের বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য। আর এখন পিয়াল ভাইকে ব্যান করা হলো। তার কি দোষ ছিল? দোষ একটাই যে তার সহধর্মিনীকে নিয়ে হাশেম পোদ্দার নামক এক নরকের কীট (আমাদের পরিচিত একজনের ব্যবহৃত অনেকগুলো নিকের একটি) একটি পোস্ট দেয়। সেইখানে পিয়াল ভাই হাশেম পোদ্দারকে গালি দিছিলেন তার প্রিয় সহধর্মিনীকে নিয়ে পোস্ট দেবার জন্য।
আর তাই সা.ইন সুযোগটা লুফে নিল তাকে ব্যান করার মাধ্যমে। তার মত একজন মুক্তিযুদ্ধের দলিল প্রকাশকারী মানুষ সা.ইনে না থাকলে কাদের কত লাভ হয় তা খুব ভালো ভাবেই বুঝা যাইতেছে। সাবাস সা.ইন। আরেকজনের বউকে নিয়া পোস্ট দিলে সমস্যা নাই, সমস্যা হইলো কেন দিছে সেইটা জিগাইলে!! সাবাস!
নব্য রাজাকারদের যে আনন্দউল্লাস শুরু হয়ে গেছে তা বিবেক সত্যি, হলদে ডানা নামক ব্লগারের পোস্ট দেখলেই বুঝা যায়। ধন্যবাদ সা. ইন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।