আমাদের কথা খুঁজে নিন

   

ডিসক্লেমার: যেকোনো দেশবিরোধি পোস্ট হলে

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

একটু আগে ষড়যন্ত্র কারীদের যম নামের একজন একটা পোস্ট দিয়েছিলো জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে। আমার দেখেই মনে হলো একটা টেস্ট করি। গেলাম "কোনো সমস্যা" লিংকে। লিখলাম একটা কর্পোরেট ভাষার ভদ্র পাম পোট্টি মেইল।

সেন্ড করে আমি গেলাম মুনিয়ার পোস্টে একটা কমেন্ট করতে। কমেন্ট করে বেরিয়ে দেখি প্রথম পাতা থেকে পোস্ট গায়েব। তার মানে মডারেশন বেশ সক্রিয়। আমার মনে হয় আমাদের সংযত হয়ে পোস্ট দেয়া উচিত এবং কোনো সমস্যা ইউজ করা উচিত। কারন টোটাল প্রসেসটা সময় লেগেছে খুব বেশী হলে ১৫ মিনিট।

আমার মনে হয় ব্লগের পরিবেশটা শান্ত থাকবে। তবে এই সমস্যা থাকবেই যতক্ষন না নীতিমালা কিছু জিনিস যুক্ত না হয়। দয়া করে মডারেশন প্যানেল এটা দেখবেন। আর ব্লগাররা দয়া করে এরকম পোস্ট দেখলেই কোনো সমস্যায় জানান দেখেন কতটুকু রেসপন্স লাগে এদের। নিজেরাই পরীক্ষা করুন!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।