সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
দেশে অনেকদিন ধরেই একটা সংবাদভিত্তিক চ্যানেল এর দরকার ছিল, কিন্তু গতবছর চালু হওয়া সিএসবি চ্যানেল, তা অনেকাংশেই পূরুন করতে পেরেছিল>>> যেকোন মূহুর্তে চ্যানেলটি চালু করলেই পাওয়া যেত সর্বশেষ সংবাদ ফুটেজ সহ! কিন্তু চ্যানলে টি বন্ধ হওয়ায় বর্তমানে সংবাদ পিপাসু লোকজনকে তীর্থের কাকের মত অপেক্ষা করতে হয়>>>দেশী বিনোদন ধর্মী প্রতি ঘন্টার সংবাদের জন্য! হা, সিএসবি চ্যানেলের জন্মটাতে কিছু আমলাতান্ত্রিক জটিলতা ছিল, এটা মন্ত্রনালয়ের হাত না থাকলে এটা সম্ভব হত না (জাল স্বাক্ষর)! তবে জন্মের জন্য শিশুটি (সিএসবি চ্যানেল)দায়ী না, দায়ী বাবা-মা(কর্তৃপক্ষ)!! তাই সিএসবি চ্যানেল বন্ধ না করে এর কর্তৃপক্ষকে শাস্তি দেয়া যেত! কিন্তু এভাবে একটি চ্যানেল বন্ধ করে এর সাথে জড়িত অগনিত কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যত অন্ধকারে ফেলার কোন অর্থ হ্য়না! একই কাহিনীতও একুশে টিভির জন্যও প্রযোজ্য, কিন্তু বিচার দু'রকম কেন???
আশা করি বিশিষ্ট মন্তব্যকারী+প্রণেতা ব্যা. মইনুল বোল্ড আউট এর পর সরকার এদিকে সুদৃষ্টি দিবেন!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।