আমাদের কথা খুঁজে নিন

   

আইওসির নতুন সভাপতি বাখ

আইওসির ১১৯ বছরের ইতিহাসে বাখ নবম সভাপতি। ২০০১ সাল থেকে আইওসিকে নেতৃত্ব দেয়া বেলজিয়ামের জ্যাক রগের স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সভাপতি নির্বাচিত হওয়ার পর বাখ তার সতীর্থ আইওসি সদস্যদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের প্রত্যেকের সভাপতি হতে চাই। ” ছয় জন প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে প্রত্যাশিত জয়ই পেয়েছেন বাখ। দ্বিতীয় রাউন্ডে ৯৩ ভোটের মধ্যে ৪৯ ভোট পেয়ে জয় নিশ্চিত হয়ে যায় তার।

নিকটতম প্রতিন্দ্বন্দ্বী পুয়ের্তো রিকোর রিচার্ড ক্যারিয়ন পান ২৯ ভোট। ১৯৭৬ অলিম্পিকে ফেন্সিংয়ে সোনাজয়ী বাখ অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন। তিনি স্বদেশের প্রায় দুই কোটি ৮০ লাখ সদস্যের অলিম্পিক স্পোর্টস কনফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদস্য বাখ ‘আরব-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’রও সভাপতি। রগের মাদককে ছাড় না দেয়া নীতির প্রবল সমর্থক বাখ আইওসির আইন ও শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।