আমাদের কথা খুঁজে নিন

   

অলিম্পিক বহু শহরভিত্তিক করার প্রস্তাব আইওসির

বিশ্বে ক্রীড়া জগতের সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিক ভবিষ্যতে বহু শহরভিত্তিক হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি [আইওসি] একটি প্রস্তাব উত্থাপন করেছে। সাম্প্রতিককালে একটি মাত্র শহর কর্তৃক এ গেমস আয়োজন অনেক বেশি ব্যয়বহুল হওয়ায় এ রকম চিন্তাভাবনা করা হচ্ছে।
ভবিষ্যতে অর্থাত্ ২০২০ সাল থেকে বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়াযজ্ঞকে বহুশহরভিত্তিক করার লক্ষ্যে একটি প্রস্তাব আইওসি অলিম্পিক অ্যাসোসিয়েশনসের কাছে পাঠিয়েছে। প্রস্তাবটি রাশিয়ার শচিতে শীতকালীন অলিম্পিক চলাকালীন পাঠানো হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ডিসেম্বরে পশ্চিম ইউরোপের দেশ মোনাকোতে অনুষ্ঠিত এক বৈঠকে নেওয়া হবে।
প্রস্তাব অনুযায়ী, গেমসটিতে আরও সৃজনশীলতা ও বৈচিত্র আনার লক্ষ্যে এক দেশের কয়েকটি শহর বা দুই বা ততোধিক দেশের কয়েকটি শহরকে যৌথভাবে বিডে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে।
বর্তমানে অলিম্পিক যে শহর আয়োজন করে সে শহরের নামেই এটির নামকরণ হয়। অর্থাত্ টোকিও শহর আয়োজন করলে টোকিও অলিম্পিক নামেই এটি নাম বা পরিচিতি পাবে। 
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.