যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!
আরিল যে ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক সুস্থধারার ব্লগার ব্যান হয়েছেন তা সামহোয়্যারইন এ একটিভ মডারেশন চালু না থাকার ফলে হয়েছে । যদি প্রথমেই মডারেশনের মাধ্যমে ব্যবস্থা নেয়া হতো তাহলে এইসব ব্লগারদের প্রতিবাদের ভাষা হিসাবে ফ্ল্যাডিং কে বেছে নিতে হতোনা । মানুষ, বিষাক্ত মানুষ, নেই মানুষ, সামী মিয়াদাদ, আব্দুর রাজ্জাক শিপনের মত ব্লগাররা সামহোয়্যারকে তাদের সৃষ্টিশীলতা দিয়ে প্রাণবন্ত রেখেছেন । এরা কেউ গালিবাজি আর অশ্লীলতার পৃষ্ঠপোষক নন বরং এর বিরুদ্ধে উচ্চকন্ঠ ।
এইসব ব্লগারদের ব্যানমুক্তির ক্ষেত্রে আপনার নীরবতা সামহোয়্যার এর স্বাধীনতার চেতনায় সমুন্নত গালাগালিমুক্ত মুক্ত বুদ্ধির চর্চাক্ষেত্র হয়ে ওঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করবে।
যে ঘটনাটি ঘটেছে তাতে সামহোয়্যার কর্তৃপক্ষের দায় অস্বীকার করবার কোন উপায় নেই। এই ব্যাপারে আর বিলম্ব না করে এই সকল সুস্থ ধারার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ব্লগারদের ব্যান প্রত্যাহার করুন । এ ব্যাপারে আপনার সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছি ।
আমি নিশ্চিত যারা কলম বিরতি করছেন তাদের অধিকাংশই সুস্থ ধারার ব্লগার এবং গালিবাজি আর অশ্লীলতার পৃষ্ঠপোষক নন। এদের ব্যান প্রত্যাহার করা হলে তারাও আবার তাদের লেখালিখি দিয়ে সামহোয়্যারকে প্রানবন্ত করে তুলবেন ।
অনেক কথা বলা হয়েছে । আমাদের মুল তিনটি দাবী । অতি সত্বর এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে বর্তমানে চলতে থাকা অচলাবস্থা দুর করতে এগিয়ে আসুন । সেটা সামহোয়্যারইন এর সার্বিক মঙ্গলের জন্যই ।
১।
একটা পরিস্কার নীতিমালা দেখতে চাই , স্বাধীনতার চেতনা বিরোধী কোন পোষ্ট ব্লগের কোনো পাতায় থাকবেনা।
২। মানুষ, বিষাক্ত মানুষ, নরাধম, নেই মানুষ, সামী মিয়াদাদ, আব্দুর রাজ্জাক শিপনসহ সুস্থধারার যে সকল ব্লগার ব্যান হয়েছেন তাদের অবিলম্বে ব্যানমুক্তি চাই ।
৩। শক্তহাতে ব্যবস্থা নিন যাতে কোন আদর্শ ,নীতি ,ধর্ম ইত্যাদি বর্মের আড়ালে মুখ লুকিয়ে কেউ যেন নোংরামি, গালাগালি ইত্যাদি করতে না পারে
ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।