আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতাপন্থী সবার আনব্যান চাই। রাজাকার তোষণকারীদের চিনে রাখুন।

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

ব্লগের এই চরম রাজাকার তোষণ আচরনের প্রতিবাদ জানিয়ে যখন বেশিরভাগ ব্লগাররা কলম বিরতি নিয়েছেন, যারা ব্যান হয়েছেন তাদের সাপোর্ট দিতেছেন, তখন কিছু কিছু ব্লগারকে দেখা যাইতেছে এইটা কোন ব্যাপারই না তাদের কাছে! তারা মনের আনন্দে ব্লগিং করে যাইতেছে। আবার যদি লগইন লিস্ট খেয়াল করেন তাইলে দেখবেন লগড ইন আছে অনেক নতুন নিক। মানে নব্য রাজাকার জামাতিগুলা সবাইকে বুঝাইতেছে চাইতেছে ব্লগের পরিস্থিতি স্বাভাবিক!! ওই সকম নিকে ক্লিক করলেই বুঝা যায় তারা কত পুরানা নিক!! তাই ঐদিন আনব্যান হওয়া স্বাধিনতাপন্থী প্রতেক্যে আনব্যান না করা পর্যন্ত এই নো ব্লগিং অবস্থা চলবে। আর যারা এখন মনের সুখে ব্লগিং করে যাইতেছে তাদেরকে চিনে রাখুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।