সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
আমি লাস্ট পোস্টে বলছিলাম কলম বিরতির কথা। কিন্তু আরেকটা পোস্ট না
দিয়ে পারলাম না। কয়েকদিন ধরে ব্লগে রাজাকার হঠাও নিয়ে যেই অস্থিরতার
সৃষ্টি হইছে তা হইতে সহজে হয়ত মুক্তি পাওয়া যাবে না। কেউ কেউ দেখলাম দুই
একজনের নাম ধরে আনব্যান এর দাবি জানাচ্ছেন। কিন্তু এক যাত্রায় দুই ফল কেন
হবে? আমাদের এক্টাই দাবিস্বাধীনতাপন্থী সবার আনব্যান চাই।
কিছু জামাতি রাজাকার দেখলাম এই ব্যাপারটাকে ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। তারা যারা ব্যান হইছে তাদেরকেই
রাজাকার নাম নিয়া সাধু সেজে বসে আছে। সা. ইন এর পরিবেশ সুন্দর করার
এক্টাই উপায় আছে ঐ ঘটনায় স্বাধিনতাপন্থী সবাইকে আনব্যান করা আর রাজাকার তোষন নীতি বাদ দেয়া। ২য় দাবিটা হয়ত এত সহজে পূরন হবে না কিন্তু প্রথম দাবি পুরন করা খুব কঠিন হবে না। এইটা আমরা অনুরোধ করতেছি না।
আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার
অধিকারটুকু ব্যান যারা হইছে তাদেরকে ফিরিয়ে দিতে বলতেছি। সাথে থাকলে আছি
আওয়াজ দিয়ে যাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।