আমাদের কথা খুঁজে নিন

   

"বাঁধ ভাঙ্গার আওয়াজ" -যথার্থ নাম: আছে এবং থাকবে আশা করছি

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

"বাঁধ ভাঙ্গার আওয়াজ" নামের সাথে ধর্মের সম্পর্ক কি? কোন কোন ব্লগার ব্লগের বর্তমান সুন্দর রূপ দেখে এমনি ঈর্ষাকাতর হয়ে পড়েছেন যে, তার প্রকাশ না ঘটিয়ে পারলেন না। তাই উপরের প্রশ্নের অবতারণা। আমি বলবো- "বাঁধ ভাঙ্গার আওয়াজ" -এ নাম যথার্থ হয়েছে। ইউনিকোডের মাধ্যমে আন্তর্জালে বাংলাভাষার যে জোয়ার উঠেছে, তাতে বাংলাভাষাভাষীদের অন্তরে এতকাল রুদ্ধ হয়ে থাকা কথাগুলো এতদিনকার বাংলা বর্ণমালাহীন বাঁধে আটকে ছিল; এই ব্লগের মাধ্যমে সে বাঁধ ভেঙ্গে গেছে। প্রারম্ভে যে আওয়াজ উঠেছিল, তা আজ শ্লোগানে রূপ নিয়েছে।

তাই অবশ্যই এ নাম যথার্থ। যারা এই ব্লগের নাম পরিবর্তনের যন্ত্রণায় বিদগ্ধ হচ্ছেন, তাদের লেখালেখি পড়ে বলতে হচ্ছে যে, শুনুন- আপনার ধর্মই থাকুক আপনার কাছে। এতদিন সব ধরনের লেখাই আসতো, গালিবাজদের অত্যাচারে বহু সুলেখক ত্যক্ত-বিরক্ত হয়ে নির্বাসনে গেছেন এই ব্লগ ছেড়ে। তারা আবারো আসতে শুরু করেছেন। তাছাড়া একজন মানুষের সংস্কৃতির মূল উৎসটাই হলো তার বিশ্বাস-চিন্তাধারা।

তাই আমার চিন্তা-বিশ্বাস যদি হয় ইসলাম, তাহলে আমার প্রকাশেও তা প্রতিষ্ঠা পাবে। অন্যদিকে আপনার চিন্তা-বিশ্বাস যদি হয় অন্য কোন ধর্ম কিংবা ধর্ম নিরপেক্ষতা কিংবা নাস্তিকতা; তাহলে আপনার প্রকাশেও তার প্রতিফলন ঘটবে। অতএব, আমার উৎস থেকে নিসৃত লেখা আসবে আমার কলমে; এটাই স্বাভাবিক। আর এই ব্লগে যারা ব্লগান তাদের অধিকাংশই মুসলিম বলে আমরা নামে ও লেখালেখিতে দেখে থাকি। তাই অধিকাংশের বিশ্বাস-নিসৃত প্রকাশ ব্লগে আসার কারণে আপনি বলতে পারেন না যে, "ব্লগের নাম পরিবর্তন করতে হবে"।

কেননা, অধিকাংশ এ দাবী কখনোই করেনি। তাই কেউ বিভ্রান্তি ছড়াবেন না দয়া করে। এবং ব্লগারদের প্রতি অনুরোধ- এদের কুটিল প্রচারণার ফাঁদে পা দেবেন না যেন। এটি একটি মন্তব্য ছিল , সবার জানা উচিত বলে পোষ্ট আকারে দিলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।