আমাদের কথা খুঁজে নিন

   

জ্ঞানার্জনের জন্য নহে পরিভ্রমণের উদ্দেশ্যে চীনে গমন

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

আমার নেট এর লাইনাটা কয়দিন থেকে সমস্যা করছে । তারমধ্যে মোবাইল সেটটা নষ্ট । এর এসময়ই দেখি আমাদের রাজাবাবুদের কারাকারি শুরু হয়ে গেছে ।

রাজাবাবুদের কারাকারি মানে রাজাকারি আর কি !! থেকে থেকে নেটের রাইন দাতাদের কৃপায় হুটহাট ব্লগে ঢু মারি, একটা কমেন্ট লিখে না সারতেই দেথি আর কমেন্ট সেন্ড হয়না , অর্থাৎ নেট এর লাইন ফুরুৎ!!!! কি আর করা কোন পোস্ট পড়া হয়নি । তবে বুঝে উঠতে পারছি, তেনারা বেশ দলবলে উপস্থিত হয়েছেন । এবং রাদি ছাড়ছেন । সেটা আর নতুন কি ?? দেশে ছাগল থাকলে পাল ধরে আসবেই আর লাদি ছাড়বেই সে আর নতুন কি । তারমধ্যে খালেদা জিয়া আবার নিজ শাসন আমলে ছাগল পালন করেছেন নিজ হাতে, তাতে ছাগলের অভাব হবার কথা নয় ।

কিন্তু ছাগল দিয়ে তো আর হাল চাষ হয়না তেমনি ব্লগও চলে না । তবে ব্লগের সার্বিক কথা ভেবেই হয়তো ব্লগ কর্তৃপক্ষ এই ছাগল প্রকল্পও হাতে রেখেছেন । তাদের ধারণা নইলে হয়তো ব্লগ নিরামিষ হয়ে যাবে । ঠিক বেঠিক জানি না । তবে ছাগলের ভ্যা ভ্যা নেতিয়া পড়া ব্লগবাসীর ঘুম ভাঙ্গায় সেটা নিশ্চিত করা যায় ।

বিষয় সেখানে নয়, বিষয়টা হচ্ছে যে এর মাঝে আবার বেশ কয়দিন ব্লগে ছেদ পড়বে, দেশের বাইরে যাওয়া হেতু । জ্ঞার্নাজনের জন্য সুদূর চীন দেশে যাবার কথা কিন্তু আমি এতোই বিদ্যান যে জ্ঞানার্জনের বদলে পরিভ্রমণের হেতু সুদূর চীনদেশে দিনকয়েক এর জন্য যাচ্ছি । সেই কয়দিন বোধ করি আপনাদের সাথে দেখে হচ্ছে না, হলে লেখা হচ্ছে না । কেননা অতীত অভিজ্ঞতা থেকে দেশের বাইরে বসে সাইবার ক্যাফে খুজে ব্লগে বসা বা মেইল চেক করিবার বিন্দুমাত্র বাসনা নেই । কেবল মাত্র যদি কোথাও মাগনা ইন্টারনেট ব্রাউজিং এর কোন ব্যবস্থা থাকে তাহলে ব্রাউজিং করব ।

তবে সেখানে বসিয়া হিব্রু ভাষায় ব্লগ পড়িতে পারিব না । সুতরাং গোটা কয়েকদিনের জন্য আল-বিদা । আর যেহেতু নিজের গাটের পয়সায় জ্ঞানার্জনের পরিবর্তনে পরিভ্রমণ করিতে যাইতেছি তাই ঠিক করেছি, এক মুহুর্তও চক্ষু না মুজিয়া যা চাক্ষুষমান হয় তাহাই দেখিয়া অর্থ উসুল করিবার চেষ্টা করিব । চৈনিক দেশ বিষয়ে , আপনাদের কাহারাও সামান্য জ্ঞান থাকিলে তাহা নিদ্বির্ধায় শেয়ার করুন । আর যেহেতু শুধুমাত্র কুনমিং এই অবস্থান করিব সেহেতু অন্য এলাকার খবরাখবর দিয়ে আমার কষ্ট (অন্য জায়গায় সময়াভবে না যেতে পারা কষ্ট) সাথে আপনাদের কষ্ট বাড়াইবেন না ।

আপনাদের বিস্তর জ্ঞান (যদি কাহার থাকে) আমাকে দিয়ে বাধিত করিবেন । আপনাদের সহিত এমন বিচ্ছেদের (তাহার থেকেও টাকা খরচের কষ্টটা বেশী!!!) কষ্টে আমি কষ্টিত । আপনাদের দোয়া (পারলে দাওয়া) এবং জ্ঞান আমার পাথেয় হইবেক । জ্ঞানার্জনের জন্য নহে পরিভ্রমণের উদ্দেশ্যে চীনে গমন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।