দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি ,তাই যাহা আসে কই মুখে ।
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুর দিন পাঁচেকের মধ্যেই শুরু হয়ে গেছে তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের তোড়জোড় । ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের সহযোগিতায় বেনজিরের জীবন নিয়ে সিনেমা তৈরির জন্য দৌড়ঝাঁপ করছে এক পাকিস্তানি চলচ্চিত্র সংস্হা । পাক লেখক ও কবি আকিল আহমেদ রুবি সিনেমাটির চিত্রনাট্য লিখছেন । সিনেমাটি সারা দুনিয়ায় মুক্তি পাবে বলে জানিয়েছেন করাচির ফিল্ম সংস্হা স্কাইস আনলিমিটেড সংস্হার প্রযোজক আনিল খান । শীঘ্রই সিনেমার শুট্যিং শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি । ভারতেও সিনেমার কিছু দৃশ্যের চিত্রায়ণ হবে বলে জানা গেছে । তবে বেনজিরের ভূমিকায় কে অভিনয় করবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি । বেনজির ভুট্টোকে শ্রদ্ধা জানানোর জন্যই এই সিনেমা তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন আনিলা খান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।