আমি খুব সাধারণ একজন মানুষ । একটু অন্তর্মুখী, নিজের মনের নিভৃত কোণেই বড্ড বেশি বিচরণ আমার । ভালবাসি সাহিত্যের খোলা পাতা, ভালবাসি প্রযুক্তির আঙ্গিনা আর ভালবাসি প্রাণের স্পন্দন । ফেসবুকে আমিঃ http://facebook.com/rupkotharkabbik একটা সময় ছিল যখন খুব টিভি দেখতাম । আসলে নাটক আর সিনেমা নিয়ে পড়ে থাকতাম ।
মনে আছে, আমার পাঁচ বছর বয়স থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত বিটিভির প্রত্যেকটা সিনেমা আমি দেখেছি । স্টুডেন্টরা যাতে ভাল প্রিপারেশন নিতে পারে সেজন্য স্কুলের অংক পরীক্ষার আগে সাধারণত শুক্রবার দিনটা রাখা হয় । ঐ দিনটায় আবার বিটিভির সিনেমা দেখায় । কালকে পরীক্ষা অথচ আমি ঠিকই সিনেমা দেখছি । হয়ত একজন ফোন দিল, এই অংকটা কেন যেন পারতেছি না ।
একটু বলে দে না । আমি উত্তর দিলাম, এই রকম ইমপরট্যান্ট টাইমে ফোন দিস কেন? সিনেমা চলতেছে পরে কথা বলবো । রাখি ।
এই ছিলাম আমি !রেজাল্ট ভাল ছিল বলে আব্বু আম্মুও তেমন একটা বাধা দিত না । এটাকে তারা পড়াশোনার মাঝের রিফ্রেশমেন্ট হিসেবেই দেখতেন ।
বাসায় ডিশের কানেকশন ছোটবেলা থেকেই আছে । কিন্তু একটা জিনিস বলতেই হবে, বিটিভির সিনেমা দেখার যে আনন্দ সেটা আর কোথাও পাই নি । সারাটা সপ্তাহ শুধুমাত্র শুক্রবারের জন্য বসে থাকা । পরে অবশ্য শনিবার দিনও সিনেমা দেখানো শুরু হল ।
আর দেখতাম নাটক ।
নাটক অবশ্য সব চ্যানেলেরই দেখতাম । ধারাবাহিক নাটকগুলোর প্রায় প্রত্যেকটারই একটা বিশেষ দিক খুব নজরে আসতো । মধ্যবিত্ত পরিবার । ছেলেটা ভার্সিটিতে পড়ে । ছেলেটা একটা মেয়েকে ভালবাসে ।
ভার্সিটিরই মেয়ে । সমবয়সী কিংবা এক বা দু বছরের জুনিয়র । ভার্সিটিতে আগে আগে আসা কিংবা ক্লাসের পর গাছের নিচে বসে বাদাম খাওয়ার ফাঁকে দুজনের উদ্দেশ্যহীন গল্প । একদিন হয়তো মেয়েটা জানায়, বাড়িতে বিয়ের কথা বলছে । এইসব মানবিক টানাপোড়নের গল্প ।
নাটকগুলো দেখে ভার্সিটিতে পড়ার অনেক বড় একটা স্বপ্ন মনের মাঝে জাগলো । মনের পলিমাটিতে রঙ্গিন ভালবাসার বীজ বুনলাম । হৃদয়ের ভাবনায় নিজেকে কখন হারিয়ে ফেলেছি বুঝতেই পারি নি । অবশেষে ভার্সিটিতে ভর্তি হলাম । ভর্তির আগে যেমনটা আগ্রহ ছিল কেন যেন এখন আর এত আগ্রহ জাগে না ।
ঘাসের মাঝে কেন যেন হাতের পরশ বুলাতে ইচ্ছে করে না, হারিয়ে যেতে ইচ্ছে হয় না ঐ কাঠের বনে । কেন যেন মনে হয়, এ সৌন্দর্য দূর থেকে দেখতেই যেন বড় বেশি ভাল লাগত । আপন করে পেলেই কেন যেন পাওয়ার মজাটা শেষ হয়ে যায় ।
আসলে কি লিখতে কি লিখছি বুঝতে পারছি না । একটু এলোমেলো চিন্তাভাবনা আর উদ্ভট খেয়ালিপনা- আমি তো এমনই! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।