একটু আগে আব্বাজান আইসা কইল..."অফিসে আজকে জেল সুপার আংকেলের ফেয়ার ওয়েল। ইচ্ছা হইলে গান গাইতে পারি।"
আমি না কইরা দিসি।কেন জানেন? কারণডা অবশ্য আমি নিজেও জানি না। তয় আব্বারে কইছি ..."আমি হইলাম ভি আই পি মানুষ। আমার গান শুনার লাগি টিকিট কাইট্টা কনসার্টে আওন লাগবো মাইনষের। এমুন ছোড খাডো প্রোগ্রামে আমি গাই না।"
আব্বা গেছে গা আমারে থুইয়া। আর আমি বেক্কলডার লাহাইন বইয়া রইছি ব্লগ লইয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।