পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই
প্রায় ৪/৫ দিন পরে ব্লগে আসলাম আজকে। আমার বাসায় নেট ছিলো না। কি যে করি? ব্রডব্যান্ড ইউস করাও মনে হয় বাদ দিতে হবে। যাই হোক ব্লগে এসে নিজের ব্লগ প্রথমে চেক করলাম, তারপরে যাদের ব্লগ নিয়মিত পড়ি তাদের সবার ব্লগে একবার করে হিট করলাম, গ্রুপ গুলো দেখলাম। কিন্তু এখনও ব্লগের কিছু পড়তে পারি নাই।
ব্লগের একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে পড়তে পড়তে অনেক সময় লাগে। এটা আসলেই মহাবিরক্তিকর। অথচ টপ রেটেড পোস্ট থাকলে এই সমস্যা হয় না। বুঝলাম না কেন এটা বাদ দেয়া হল???
টপ রেটেড পোস্ট থাকলে কি কি সুবিধা হত তার কয়েকটির বর্ণনা উল্লেখ করি।
১।
ব্লগের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানা যেত সহজেই।
২। কোন কোন পোস্ট সবচেয়ে জনপ্রিয়তা পাচ্ছে এগুলা খুজে বের করা যেত সহজেই, একের পর এক পাতা উল্টিয়ে খুঁজতে হত না।
৩। ব্লগের সম-সাময়িক আলোচনার বিষয়বস্তু জানতে পারতাম।
৪। কোন কোন ব্লগার জনপ্রিয়তার শীর্ষে আছে তা জানতে পারতাম।
৫। ব্লগে এত দিন কারা কারা নিয়মিত ভিজিট করছে সেইটাও বুঝা যেত কমেন্ট দেখে।
৬।
সর্বোপরি সবার কমেন্ট গুলা দেখতাম, মজা করতে পারতাম এবং এতদিন ব্লগে কি মিস করেছি তা জানতে পারতাম, টপ রেটেড পোস্ট গুলারে আরো কয়েকটা + দিয়া আগাইয়া দিতাম।
এখন কর্তৃপক্ষ ভাইবা দেখেন কতটা জরুরী ঐ টপ রেটেড পোস্টের তালিকা টা। তাই সবাইরে অনুরোধ করতেছি ঐটা আবার চালু করার ব্যাবস্থা করেন।
অনেক উপকার হইবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।