বেশী কিছু লিখার নেই..কারণ বেশী কিছু জানাও নেই। । ঘাস খাইয়া জাবর কাটিতে কাটিতে দুই গরুর কথোকথন:
গরু ১: শুনেছিস নাকি...বাংলাদেশ এর ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেট এর ব্যয় কমানোর দাবিতে আজ মোবাইলে মিসকল দিয়ে দিয়ে প্রতিবাদ জানাবে!
গরু ২: তাই নাকি? ভাল কথা...আমার মাথায় কয়দিন ধরে এই রকম একটা চিন্তা ঘুরতেছিল দোস্ত । আমি তো এই ইস্যূর ঘোরতর সমর্থক ।
গরু ১:আরে বেটা...এইটা শুধুমাত্র "বাংলাদেশ এর" ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য...গরু সমাজের জন্য নয়....
গরু ২: কি বলিস....গরু হইছি বইলা কি সন্মান নাই নাকি....? ভুলে যাস না..যে আমরাও "Banglacow-এর আনলিমিটেড জাবর" এর ইউজার।
এই অনাচার, অসমতা তো আর সহ্য করা যায় না । চল, আমরাও একটা প্রতিবাদ করে ফেলি...
গরু ১: সেটা কি রকম?
গরু ২: প্রতিবাদের শ্লোগান হবে...ইন্টারনেট এর ব্যয় কমানোর দাবিতে নিজের লেজ দিয়ে নিজের কান চুলকিয়ে প্রতিবাদ জানাবে বাংলার গরু সমাজ ।
গরু ১: (হাসতে হাসতে) তুই বেটা গরুই থেকে গেলি...মানুষ হলি না আর...!
গরু ২: (রাগতস্বরে.) মানুষরূপী "বাংলাদেশ এর ইন্টারনেট ব্যবহারকারী" হওয়ার থেকে গরু হওয়াও ভাল....আর আমি তো নিজের লেজ দিয়ে নিজের কান চুলকাইতে চাইছি। অন্যের পাছা চুলকাইতে তো চাই নাই....
বিধাতা গরুদ্বয়ের কথোকথন শুনিলেন...বুঝিলেনও..
অত:পর তাহার "তার যোগাযোগ" সান্ত্রীরে তলব করিয়া কহিলেন-
"বাংলাদেশ এর ইন্টারনেট ব্যবহারকারী" কলা (প্যাকেজ) কিনিতেছে দেখি কিন্তু তাহাদের কপালে কলার খোসা (Loading....) ছাড়া আর কিছুই জুটছেনা কেন?
সান্ত্রীর জবাব: উহারা অদ্যবধি কলা আর কলার খোসার মধ্যে পার্থক্য কি তাহা বোঝে না মহামান্য। শুধু বোঝে কলার দাম।
আদতে যাহা কিনিয়াছি...তাহা কলা না খোসা..তা নিয়াও তাহাদের মাথাব্যাথা নাই। আর সেই সুবাদে কলা বিক্রেতারা কম পয়সায় নতুন ধরণের কলার টোপ তাদের গিলাইতেছে ...হুজুর। আমি আর কি বা করিতে পারি...?
বিধাতা আবারও বুঝিলেন...উহাদের কলা বিষয়ক আগ্রহ অপেক্ষা খোসা বিষয়ক আগ্রহ ঈর্ষণীয়। তাই নিজেদের পশ্চাৎদেশ সার্ভিস প্রোভাইডার আর সরকারের নীতি নির্ধারকদের দিকে মেলে বসে থাকার পরিবর্তে উহারা একে অপরের পশ্চাৎদেশ বাছিয়া নিয়াছে...
অভিনবত্ব আছে বটে এই পশ্চাৎদেশপ্রিয় জাতির । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।