mojnu@noakhaliweb.com.bd
ইকবাল হোসেন মজনু, যায়যায়দিন (২৪ডিসেম্বর) :
সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে দূর্যোগ মুহুর্তে দূর্গতরা আশ্রয় নেয়ার জন্য কিন্তু নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহি বাজারের সাইক্লোন শেল্টারটি গ্রামীন ব্যাংকের নিকট ভাড়া দিয়ে মাসিক ১৬০০ টাকা আদায় করে আসছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিছ মিয়া। ফলে গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের রাতে ওই এলাকার প্রায় দুই হাজার আতঙ্কিত লোকজন শেল্টারে আশ্রয় নিয়ে এসে উঠতে না পেরে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করে।
এ ঘটনার বিচার চেয়ে স্থানীয় ইউনিয়নের সাবেক মেম্বার আবদুল মতিন তোতা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সম্প্রতি একটি অভিযোগ দাখিল করেছেন। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মুনির হোসেন খান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরএলাহি বাজারের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইদ্রিছ মিয়া অগ্রিম ৫০ হাজার টাকা নিয়ে মাসিক ১৬০০ টাকায় গ্রামীন ব্যাংক চরএলাহি শাখার নিকট ভাড়া দিয়েছেন। গ্রামীন ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেন শেল্টারটি মাসিক ১৬০০ টাকায় ভাড়া নেয়ার কথা স্বীকার করে বলেন, এটি যে সাইকোন শেল্টার তা আমাদের জানা ছিলো না। তিনি ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যানের সাথে চুক্তি করেছেন। অন্যদিকে চেয়ারম্যান মোঃ ইদ্রিছ মিয়া বলেন, এটি সবসময় নেংরা হয়ে থাকে তাই পরিষ্কার করে ভাড়া দেয়া হয়েছে।
নিউজ লিংক-
http://www.jaijaidin.com/details.php?nid=46240
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।