ব্লগে ঢুকলে পিলাস আর কমেন্ট কইরা যাবি। নয়তু বদদুয়া দিমু কইলাম। কৈশোরবয়সে একখানা বই আমাকে বড্ড টানিত। বইখানার পরিচয় একশত মহামনিষী, আর সেইটা লিখিয়াছিলেন আমেরিকার জনৈক জ্যোতির্বিজ্ঞানী জনাব মাইকেল এইচ হার্ট। বইটা নিয়া আমার সীমাহীন স্মৃতি উপস্মৃতির সংখ্যা প্রায় π এর মতই অমূলদ।বইখানা থেইকা আমি আত্মস্থ করিলাম যে, গ্রীকেরা একখান সাংঘাতিক জাতি আছিল। দুনিয়ার সব বসই ঐ মুলুগে পয়দা অইসে। ইউক্লিড, সক্রেটিস, প্লেটো, বীর বাহাদুর আলেকজান্ডার, আর্কিমিডিসের জীবনী পড়িতে পড়িতে মুখস্থ করিয়া ফেলিলাম। গ্রীক ভাষা ও জাতির উপর আমার কৌতূহল ও শ্রদ্ধা উভয়ই চক্রবৃদ্ধির হারে বাড়িতে লাগিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।