শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ ২০১৩ শিক্ষাবর্ষ হতে বিভিন্ন শ্রেণিতে নতুন English First Paper বই দেয়া হয়েছে । বইগুলোতে Listening Skill-এর জন্য বিভিন্ন Scenario এবং Question দেয়া হয়েছে। কিন্তু সেগুলোর Audio ছাড়া Question গুলো Solve করা যাচ্ছে না । তাই Scenario গুলোর Audio অতিসত্ত্বর সরবরাহ করা উচিত । এক্ষেত্রে আমার একটি প্রস্তাব আছে। তা হলো- Text Book-এর মতো এনসিটিবির ওয়েবসাইটে Scenario গুলোর Audio যদি দেয়া হয়, তাহলে কমখরচে দ্রুত সবার কাছে পৌঁছানো যাবে। আর এতে CD তৈরি ও সরবরাহের খরচও বেঁচে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।