আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন আপনার জাহাজী বন্ধুটি কোন বন্দরে আছে ?

আমাদের অনেকের ভাই বা বন্ধুটি জাহাজে থাকে । কিন্ত তারা জাহাজ থেকে বা বন্দরে নেমে ফোন না করা পর্যন্ত আমরা জানি না তারা কোন বন্দরে আছে। কিন্ত আপনি এখন তা সহজে করতে পারেন। আপনার ভাই বা বন্ধুটির কাছ থেকে জাহাজের নাম অথবা আই এম ও (IMO) নাম্বার টি জেনে নিন। তারপর নিচের তালিকার সাইট গুলোতে গিয়ে জাহাজের নাম অথবা আই এম ও (IMO) নাম্বার টি লিখে সার্চ দেন।এমনকি গুগল মামাকে ও জাহাজের নাম অথবা আই এম ও (IMO) নাম্বার টি লিখে সাথে VESSEL কথাটি লিখে সার্চ দেন। জাহাজের শুধু অবস্হান নয়, আরো জানা যাবে জাহাজের গতি, সামনের বন্দর ও ছেড়ে আসা বন্দরের নাম ও তারিখ। http://www.marinetraffic.com http://www.vesseltracker.com আই এম ও (IMO) নাম্বার = প্রতিটি সমুদ্রগামী জাহাজের জন্য নির্ধারিত নাম্বার যা জাহাজটি তৈরীর সময় LR Fairplay কর্তৃক নির্ধারিত হয় এবং জাহাজটি ভাঙ্গা পর্যন্ত এই নাম্বার পরিবর্তন করা যায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.