আমাদের কথা খুঁজে নিন

   

টেডি বেয়ার নেমড- মোহাম্মদ দ্যা নেমিং কন্ট্রভারসি ইন সুদান



এবার সুদানে এক ব্রিটিশ স্কুল টিচারকে এরেষ্ট করলো সে দেশের মৌলবাদি সরকার। ভদ্রমহিলার অপরাধ ক্লাসের বাচ্চাদের একটি খেলার ভালুক কে মোহাম্মদ নাম করন। মিস গীবনস খার্তুমের ইউনিটি হাই স্কুলের একজন টীচার। শো এন্ড টেল নামক একটি লেসন দেবার সময় তিনি একটি সাত বছরের বালিকাকে তার খেলার ভালুকটি আনতে বলেন এবং ক্লাসের অন্যান্য ষ্টুডেনটদের নামকরনের আহবান জানান। ষ্টুডেনটদের মধ্যে খ্রীষ্চান এবং মুসলমান ছিল এবং তারা ভালুকটির নাম করন করে মোহাম্মদ হিসাবে কেননা ভালুকটি তাদের খুব প্রিয় খেলার সাথী।

উল্লেখ্য ২০ জন শিশু মোট ২৩ জনের মধ্যে এ নামকরন সমর্থন করে। কিন্তু হায় কিছু মৌলবাদি অভিভাবকের ব্যাপারটি পছন্দ হয়নি এবং তারা অভিযোগ করে এবং পুলিশ ষ্টেশন ঘেরাও করে এবং মিস গীবনসকে এরেষ্ট করে। মিস গীবনের শাস্তি হবে চল্লিশটি বেতের বাড়ি আর ৬ মাসের কারাদন্ড যদি দোষি স্যাবাস্ত হন। এ ঘটনার পরে মৌলবাদিদের হামলার ভয়ে বিদ্যালয়টি বন্ধ রয়েছে এবং মিস গীবন জেলে। সত্যি ইকারুস কি বিচিত্র এ ধর্ম মৌলবাদি গুলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।