আমাদের কথা খুঁজে নিন

   

নর্দমাক্ত আমি

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

আমার হাতের রেখাগুলো আজকাল দেখা যায় না না যায় এর গন্তব্য পড়তে অথবা এর উত্তপত্তি মলিনতা আমার উপর সহায় আর- নবীনের আগমন, প্রবীণের অসহায় মুখ নীরব সঙ্গী আমার কালিহীন কলম। ভাগ্যরেখা দেখি না আর হাতই নেই হাতরেখা আবার!! গভীর রাতে দরজার পড়ে লাথি কার যেন নির্মম কাকুতি নিকষ কালো অন্ধকার তীব্র পঁচা গন্ধ বাতাসে ভার মৃত্য ডাকে, এসেছে আমাকে নেবার পালাতে গিয়ে অনুভব হয় পালাবার সাধ্য আমার নয় জানি না এখনম দু পা আমার; কোথায় পড়ে রয়। অজানা কোন প্রাণী, মাংস ছিড়ে নেয় হৃত্তপিন্ডের কম্পন তখনও চলতে থাকে শকুনের শক্ত বাঁকা ঠোঁট স্পর্শ বুলায় তার পরেই হৃত্তপিন্ড, আকাশে উড়ে যায়। রাতের শেষে সূর্যোদয়ের আগে এই সময়রে ফাঁকে দেহহীন মাথা আমার নর্দমায় পড়ে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।