আমাদের কথা খুঁজে নিন

   

ইহারা কোনকালে সভ্য হইবে?

বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।

ব্লগে আসিয়া কতক মনুষ্য প্রজাতির সহিত পরিচয় ঘটিয়াছে যাহারা সভ্যতার মুখোশ পরিধান করিয়া চলেন। ইহারা সভ্য হইবার ভাব ধারণ করিতে কদাচিত্‌ কার্পণ্য করিয়া থাকেন। ইহারা আবার মানবতাবাদী বলিয়াও নিজদিগকে প্রচার করিয়া থাকেন।

ইহাদের সবচাইতে বড় পরিচয় হইল ইহারা নিজদিগকে "মুক্তিযুদ্ধের চেতনার" ধারক-বাহক বলিয়া প্রচার করিতে সর্বদা উচ্চকন্ঠ থাকেন। কিন্তু এই সমস্ত মুখোশের অন্তরালে ইহাদের রহিয়াছে অত্যন্ত কদাকার একটি রূপ। সর্বদা মুখোশের অন্তরালে মুখমণ্ডল ঢাকিয়া চলিলেও কদাচিত্‌ অসাবধানতা বশতঃ ইহাদের মুখোশ খুলিয়া গিয়া কদাকার অবয়বগুলি দৃশ্যমান হইয়া পড়ে। ইহাদের কদাকার অবয়বগুলি এত অধিক পরিমান অন্ধকার ছড়াইয়া থাকে যে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রদীপ জ্বালাইয়াও ঐ অন্ধকার দূরীভূতকরণ কঠিন হইয়া পড়ে। ইহাদের কদাকার অবয়বগুলি শুধু অন্ধকারই ছড়ায়না, ইহারা পরিবেশকে পুতি-গন্ধময় করিয়াও তোলে।

অসিষ্ণুতা ইহাদের সর্বাধিক বড় বৈশিষ্ট। ইহাদের মতের সাথে না মিলিলে ইহারা অত্যন্ত ক্ষেপিয়া যায়। [অবশ্য শুধু ক্ষেপিয়া যাওয়া কোন সমস্যা নহে। কাহারও ধারণার বিপরীত কিছু দেখিলে ক্ষেপিয়া যাওয়া অত্যন্ত স্বাভাবিক]। ইহাদের ক্ষেপিয়া যাওয়ার বিশেষ ধরণ হইতেছে যে ইহারা তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য হইয়া পড়ে।

পরিণামে যাহা হয় তাহা হইল তখন ইহাদের মুখোশগুলি খুলিয়া পড়িয়া কদাকার রূপটা দৃশ্যমান হইয়া পড়ে। ইহাদের অসহিষ্ণুতার ধরণ হইতেছে ইহারা তাহাদের প্রতিপক্ষকে বুদ্ধিবৃত্বিকভাবে মুকাবিলা না করিয়া গালাগালি ও প্রসঙ্গ-বহির্ভূত ব্যক্তি আক্রমনে জর্জরিত করিয়া তোলে। ইহাদের সাম্প্রতিক এইরূপ একখানা কর্ম হইতেছে বিবেক সত্যির ব্লগের মন্তব্য। তাহাকে মেরু প্রদেশে বসবাসকারী এক অসভ্য অনাকাংখিতভাবে গালি প্রদান করিয়াছে। [এখানে দেখুন]।

উত্তর মেরুতে বসবাসকারী এই ব্লগার একইভাবে আমাকেও ব্যক্তি আক্রমন করেছিলেন "আবূসামীহার ব্লগে"। ঐস্থানে আমি মন্তব্য করিয়াছিলাম মোহাম্মদ আলী আকন্দ নামক জনৈক ব্লগারের মন্তব্যের প্রেক্ষিতে তাঁহার প্রতি। মেরুবাসী ঐ ব্লগার জেনারেলের মুখোশ ধারণ করিয়া আসিয়া আমাকে গালাগালি করিয়া গেলেন তখন যদিও তাহার সম্পর্কে বা তাহার মন্তব্য সম্পর্কে আমি কোনরূপ মন্তব্য করি নাই। আবূসামীহা পরবর্তীতে সেই মন্তব্যগুলি মুছিয়া দিয়াছেন। উত্তরমেরুর বাসিন্দা এস্কিমোরা হয়তোবা সভ্যতা হইতে দূরে অবস্থান করিয়া থাকে।

কিন্তু তাই বলিয়া উহারা এইরূপ কুত্‌সিত্‌ উক্তি করিবার মতন অসভ্য নহে। তাহাদের নাম লইয়া যাহারা এইরূপ কর্ম করিয়া থাকে তাহাদের প্রতি ধিক্কার রহিল। উহারা সভ্য হইয়া উঠুক, এই কামনা করিতেছি। পুনশ্চঃ মুক্তিযুদ্ধের চেতনার যাহারা সত্যিকার ধারক-বাহক তাহাদিগকে কটাক্ষ করিবার কোনরূপ ইচ্ছা আমি পোষণ করি নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।