অনলাইনে অর্থ উপার্জন এখন আমাদের কাছে আর নতুন নয়। চাকরিকে বাই বলে অনেকে এই স্বাধীন পেশা কে বেছে নিয়েছে। তেমনি প্রতারকরা কিন্তু থেমে নেই। বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়ে এরা আমাদের অনেক ক্ষতি করছে। আমার এলাকার কিছু ছোট ভাইয়েরা কাপচার কাজ করত।
কিছুদিন আগে তারা খুজে পায় http://autocaptchasoft.com/ নামে একটি বাংলাদেশী সাইট। তারা অটো কাপ্তচার সফট দেবে বলে তাদের কাছ থেকে বেশ বড় অঙ্কের একটি টাকা নেই। তাদের বিকাস ন - ০১৯১৪৮১২১৪৯। কিন্তু তাদের কোন সফট না দিয়ে বিভিন্ন ভাবে গালিগালাজ করে। অবশ্য তারা ইতিমদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
প্রশ্ন হল সেই বেক্তির কাছে যিনি এমন কাজ করে আমাদের মাথা নিচু করে দিলেন, তার লাভ কি হল? সামান্ন কিছু টাকা? তবু বলি যারা অনলাইনে নতুন তারা অনেক সতর্ক হয়ে কাজ করবেন। আর মনে রাখবেন এই লাইনে সততা হল সবচেয়ে বড় পূঁজি। উপরোক্ত সাইট হতে সবাইকে সাবধান হতে বলছি। সম্ভব হলে আপনারা আরও সবাইকে জানিয়ে দেবেন এই প্রতারকের করম কাণ্ড। ধন্নবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।