আমার আগের নিক হ্যাক হয়েছে কিনতু দ্বাবি একটাই যুদ্ধাপরাধীদের ফাসি চাই। ___________________ @সুলতান মির্জা ভার্চুয়ালের সেই প্রথম দিন অর্থ্যাত ২০০৮ সালের শেষের দিক থেকেই কিছু শব্দের সাথে খুব পরিচিত হয়েছিলাম, যেমন ইন্ডিয়ার দালাল, বাকশালী দালাল, আওয়ামী দালাল, হাসিনার দালাল ইত্যাদি। কেউ কেউ হুমকি দিয়ে বলেছে সময় আসুক তারপর দেখিমু কতধানে কত চাল। সেই সময় অবশ্য এতো যোদ্ধা ছিল আজকে যতটা আছে। যাইহোক ভার্চুয়ালে পরিচিত হওয়ার আগে অনেক অতি প্রিয় ও প্রথম ফেসবুক আইডি নির্বাসিত পথিক হ্যাক করা হয়েছিল ২০০৯ সালের মাঝামাঝি সময়ে।
তারপরে ফেসবুক ব্যবহার বাদ দিয়ে শুধু মানুষের লেখা গুলো সময় পেলে পড়তাম। তারপরের দীর্ঘ ২ বছর একবারের জন্যও ফেসবুকে ডুকিনি।
আমার ব্লগিং লাইফ শুরু হয় ২০১১ সাল থেকে বিডি নিউজ ব্লগের মাধ্যমে। সেখানে প্রথম কয়েকদিন ভালো লেগেছিল তারপরে আস্তে আস্তে সেই পুরানো দালাল উপাদি আবারো পিছনে লেগে যায়, এইবার যুক্ত হলো মুক্তিযুদ্ধের দালাল। সমস্যা নেই এক পর্যায়ে বিডি নিউজ ব্লগে বড় বড় ছাগু কুপোকাত হয়েছিল।
আমি ওই ব্লগে লেখা শুরু করার আগে আমাদের অনেক সহযোদ্ধা ওই ব্লগ ছেড়ে এসেছিল কেন এসেছিল সেইগুলো অবশ্য অন্য ব্যপার ছিল। তারপরে বলা যায় একলা একলা অনেক ফাটাইলাম।
এরপর ২০১২ সালের শেষের দিকে ফেসবুকে নিয়মিত হইলাম এইখানেও দালাল দালাল দালাল পিছু লেগে আছেই।
আমি জিগাই, সমস্যা কোথায় ? আমি যদি দালাল হই তাইলে যিনি আমাকে দালাল বলে উনি কি ? আমি যদি কোন দলের হয়ে চামচামী করি কিন্তু যিনি আমাকে চামচা বলে ট্যাগ দিচ্ছে উনি কি ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।